Updated: 10 Mar 2021, 09:06 PM IST
HT Bangla Correspondent
আমি ব্রাহ্মণ, আমাকে হিন্দু ধর্ম শেখাচ্ছ, নন্দীগ্রামে এভাবেই বিজেপিকে আক্রমণ করেন মমতা। তিনি বলেন ৭০-৩০-এর খেলা চলবে না। এমনকী চণ্ডী পাঠও জনসভা থেকে বলেন তিনি। কিন্তু এবার তাঁর বিরুদ্ধে একহাত নিলেন অধীর চৌধুরী।
লোকসভায় কংগ্রেস দলনেতার সাফ কথা যে অতীতে হিজাব পরে মুসলমানদের কাছে গিয়েছেন মমতা। এখন আবার নিজের ব্রাহ্মণ পরিচয়টি তুলে ধরছেন। এই সবই ভোটব্যাঙ্কের জন্য করা হচ্ছে সাফ বলেন অধীর। তাঁর কথায়, মমতা এখন বোঝানোর চেষ্টা করছেন তিনি বিজেপির থেকে কোনও অংশে কম হিন্দুত্ববাদী নন। অন্যদিকে দিলীপ ঘোষের আবার দাবি মুখস্ত করে মন্ত্রপাঠ করেছেন মমতা।