WB Bypolls 2024: ভেলা চেপে বুথে দিতে আসছেন ভোটাররা, হাঁটুজলে দাঁড়িয়ে দিচ্ছেন ভোট
Updated: 10 Jul 2024, 03:17 PM IST Sayani Rana বুধবার পশ্চিমবঙ্গের চারটি বিধানসভায় উপনির্বাচন হচ্ছে। নানা জায়গায় সকাল থেকেই শুরু হয়েছে ভোট। এরমধ্যেই চারিদিকে নদীর জল মাঝখানে ভোট কেন্দ্রের ছবি ধরা পড়ল। এ দৃশ্য রায়গঞ্জ বিধানসভার গৌরী গ্রাম পঞ্চায়েতে অনন্তপুরে।স্থানীয় বাসিন্দাদের দাব🌺ি, প্রত্যেক বছরই এখানে বন্যা হয়। তাঁদের দাবি, প্রতিবার ভোটের আগে সমস্ত নেতারা আসেন, আশ্বাস দেন, কিন্তু কাজের কাজ হয় না। বর্ষায় অসুবিধায় পড়তে হয় বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, এবারও তার ব্যতিক্রম নয়, তিন-চার দিনের বৃষ্টিতে নদীর জল বেড়ে যাওয়ায় অনেকেই ঘর ছাড়া। তবে ভোটকেন্দ্রও জলমুক্ত নয়। সেখানেও হাঁটু জল, তার মধ্যেই চলছে ভোট। বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।