বাংলা নিউজ >
দেখতেই হবে >
১৮ ফুটের 'স্বর্ণ গণেশ' ঘিরে মহারাষ্ট্র থেকে ক্রোশ দূরের এই রাজ্যে সাজো সাজো রব
Updated: 28 Aug 2022, 07:41 PM IST
লেখক Sritama Mitra
মহারাষ্ট্র নয়। এই ছবি মহারাষ্ট্র থেকে ক্রোশ দূরের ... more
মহারাষ্ট্র নয়। এই ছবি মহারাষ্ট্র থেকে ক্রোশ দূরের উত্তরপ্রদেশের। সেখানে ১৮ ফুট উচ্চতার স্বর্ণ গণেশ তৈরি হচ্ছে। ১৮ ফুট উচ্চতার এই গণেশ মূর্তিতে ৪০ থেকে ৫০ শতাংশ সোনা ব্যবহার করা হয়েছে। এই 'স্বর্ণ গণেশ' ঘিরে চান্দৌসিতে সাজো সাজো রব। পুজোর উদ্যোক্তাদের তরফে বলা হচ্ছে, তিরুপতি বালাজির মতো করে এই গণেশকে সাজানো হচ্ছে। এই এলাকার গণেশকে ঘিরে গত ৫২ বছর ধরে চলেছে শোভা যাত্রা। এবার সেই শোভাযাত্রা ঘিরে কার্যত হইচই শুরু হয়েছে।