বাংলা নিউজ >
দেখতেই হবে >
দেখুন তো এই গাছে কোনও সবুজ পাতা দেখছেন কি না! বেগুনি ফুলের সমাহারের এই রূপ দেখা গেল কোথায়?
Updated: 01 May 2022, 10:34 PM IST
লেখক Sritama Mitra
গ্রীষ্মের দাবদাহে ভারতের বিভিন্ন এলাকা প্রবলভাবে ব... more
গ্রীষ্মের দাবদাহে ভারতের বিভিন্ন এলাকা প্রবলভাবে বিধ্বস্ত। শুকিয়ে যাচ্ছে গাছপালা। তবে নেপালে কিন্তু ছবিটা খানিকটা আলাদা। সেখানে রাস্তার দুই পাশে সারি দিয়ে দাঁড়িয়ে আছে জাকারান্ডা গাছ। হয়ে রয়েছে বেহুনি ফুলের মেলা। মার্চ থেকে এপ্রিল মাসে এই ফুল ফোটার সময়। আর নেপালের রাস্তা জুড়ে সেই ফুলের রূপ দেখা যাচ্ছে। কাঠমান্ডুর বুকে ফুলের এই অপরূপ দৃশ্য মন মজিয়ে দিচ্ছে। জাকারান্ডা সবচেয়ে বেশি দেখা যায় এশিয়া ও অস্ট্রেলিয়াতে। জানা যায়, নেপালের রাজার হাত ধরে এই গাছ বিদেশ থেকে সেদেশে এসেছিল। শীতকালে তাপমাত্রা নামতে শুরু করলে এই গাছ বাঁচতে পারে না।