বাংলা নিউজ >
দেখতেই হবে >
বিতর্কে পানিপথ: ছবির উপর নিষেধাজ্ঞা জারির আর্জি জাঠেদের, খতিয়ে দেখার আশ্বাস রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের
Updated: 09 Dec 2019, 02:19 PM IST
HT Bangla Correspondent
পানিপথের বিরুদ্ধে বিক্ষোভ ঐতিহাস নির্ভর ছবি নিয়ে ... more
পানিপথের বিরুদ্ধে বিক্ষোভ ঐতিহাস নির্ভর ছবি নিয়ে বিতর্ক নতুন কোনও ঘটনা নয়। এবার বিতর্কে নাম জড়াল অর্জুন কাপুর-সঞ্জয় দত্ত অভিনীত ছবি পানিপথের। রাজস্থান এবং হরিয়ানার জাঠ সম্প্রদায়ের মানুষজন এই ছবির উপর নিষেধাজ্ঞা জারির দাবি তুললেন। রাস্তায় নেমে প্রতিবাদও জানায় জাঠেরাে। জাঠেদের দাবি মহারাজ সুরজমলের চরিত্রটিকে ভুলভাবে তুলে ধরেছেন পরিচালক আশুতোষ গোয়ারিকর। পানিপথের তৃতীয়যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে আফগান সুলতান আহম্মদ শাহ আবদালির ভূমিকা দেখা গেছে সঞ্জয় দত্তের। অন্যদিকে মারাঠা যোদ্ধা সদাশিব রাও-এর চরিত্রে অভিনয় করেছেন অর্জুন কাপুর। এ বিষয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানান, ' আমি ছবিটি দেখে নি, এ বিষয়ে নির্দিষ্ট সংস্থা রয়েছে। তা সত্ত্বেও কোনও সমস্যা তৈরি হলে বিষয়টি খতিয়ে দেখা হবে'।