বাংলা নিউজ >
দেখতেই হবে > Chandni Barir Kalipuja: পার হয়েছে ৫০০ বছর, চৈতন্য মহাপ্রভুর গৃহশিক্ষক কাশীনাথ সার্বভৌমের হাত ধরে এই কালীপুজোর সূচনা..
Chandni Barir Kalipuja: পার হয়েছে ৫০০ বছর, চৈতন্য মহাপ্রভুর গৃহশিক্ষক কাশীনাথ সার্বভৌমের হাত ধরে এই কালীপুজোর সূচনা..
Updated: 27 Oct 2024, 06:03 PM IST Sritama Mitra একদশী তিথি থেকে নহবৎ বাজে নহবৎখানায়। এমনই নানান চিরাচরিত প্রথা মেনে পালিত হয় শান্তিপুরের চাঁদনী বাড়ির কালীপুজো। পুজোর দিন সকাল ন'টা থেকে মা'কে গহনা পরানো শুরু হয়। পঞ্জিকার সময় দেখে দুপুর বারোটা থেকে একটার মধ্যে চাঁদুনীমাকে পাটে তোলা ൲হয়। যে দৃশ্য ঘিরে ভক্তদের আকর্ষণ থাকে আলাদা।দশকের পর দশকের বেশি সময় ধরে চলে আসা এই পুজো এককালে শুরু হয়েছিল চৈতন্য মহাপ্রভুর গৃহশিক্ষক কাশীনাথ সার্বভৌমের হাত ধরে। নদীয়ার শান্তিপুরের যতগুলি ঐতিহ্যমন্ডিত কালী প্রতিমা রয়েছে তার মধ্যে অন্যতম নাম এই চাদনী বাড়ির ঘর চাঁদনী এবং বাহির চাঁদনীর পুজো। পুজো ঘিরে চলছে প্রস্তুতি। কী বলছেন বাড়ির সদস্যরা?