Updated: 22 Jan 2021, 09:49 PM IST
HT Bangla Correspondent
বৃহস্পতিবারই দেওয়াল লিখন স্পষ্ট ছিল। যখন চাষীরা বলে দেয় তারা কেন্দ্রের কৃষি আইন স্থগিত করার প্রস্তাব মেনে নেবে না। তারা স্পষ্ট করে দেয় যে পুরোপুরি বাতিল করতে হবে আইনগুলিকে। তারপর এদিনের বৈঠকে যে কোনও সমাধানসূত্র বেরোবে না, তা প্রায় জানাই ছিল। চেনা চিত্রনাট্য অনুযায়ী এদিনের বৈঠকে কোনও মিটমাট হয়নি।
কেন্দ্র সাফ জানিয়ে দেয় যে এর বেশি তারা কিছু দিতে পারবে না। অন্যবারের মতো এবার পরবর্তী বৈঠক কবে হবে, সেটাও ঠিক করা যায় নি। বৈঠকের পর চাষীরা বলেন যে তাঁরা তাদের বিক্ষোভ আরও জোরালো করবেন। কেন্দ্রের মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। একই সঙ্গে সরকারের আপত্তি সত্ত্বেও প্রজাতন্ত্র দিবসে তাঁরা দিল্লিতে ট্র্যাক্টর মিছিল করবেন বলে জানানো হয়। অন্যদিকে কৃষিমন্ত্রী নরেন্দ্র তোমার বলেন যে চাষীদের স্বার্থ দেখছে না সংগঠনগুলি। তাদের অনমনীয় অবস্থানের জন্যই কোনও সমাধান বেরোচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। সব মিলিয়ে দুই দিন আগে যেমন মনে হচ্ছিল যে সমাধানসূত্র মিলতে চলেছে, এবার ফের সেই সম্ভাবনা ক্ষীণ হয়ে গিয়েছে।