Updated: 10 Dec 2020, 11:08 PM IST
HT Bangla Correspondent
Hindustan Times Leadership Summit 2020-তে এসে বাজেটে কেন্দ্রের কী কী করা উচিত,সেই নিয়ে নিজের অভিমত জানালেন প্রখ্যাত অর্থনীতিবিদ তথা নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে বাজেটে কেন্দ্রকে বার্তা দিতে হবে যে আচ্ছে দিন অর্থাৎ সুদিন ফের ফিরবে। তার জন্য পরিকাঠামো খাতে সরকারকে ব্যয় করার পরামর্শ দেন অভিজিৎ।
অর্থনীতিবিদ বলেন যে বর্তমানে একটা প্যারালিসিসের পরিস্থিতি রয়েছে যেখানে লোকজন খরচা করছে না, অনিশ্চিয়তা জারি রয়েছে। সেই পরিস্থিতি কাটানোর জন্য কেন্দ্রকে বাজেটে অর্থনৈতিক বৃদ্ধির বার্তা দিতে হবে যাতে মানুষের মনে আত্মবিশ্বাস ফিরে আসে। তিনি বলেন এমন কিছু যেটা লোকের দৃষ্টি আকর্ষণ করে, সেরকম কিছু করতে হবে কেন্দ্রকে।