মহিলাদের ক্ষমতায়নের উপর জোর দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস প্রধান মোহন ভগবত। বুধবার নাগপুরে বিজয়া দশমীর অনুষ্ঠানে যোগ দিয়ে নারী ও পুরুষের সমান অধিকারের প্রশ্নে সরব হন সংঘপ্রধা🦩ন। তিনি মনে করেন, নারীরা কোনও ক্ষেত্রে পুরুষের থেকে কম নয়। সমস্ত ক্ষেত্রে নারী পুরুষের সমতুল্য।
‘...মানুষ ভুল পথে চলে যায়’, আমিষভোজীদের খাদ্যাভ্🔯যাস নিয়ে ‘পরামর্শ’ ম⛄োহন ভাগবতের
এদিন সংঘ প্রধান বলেন, ‘নারী ও পুরুষ সব ক্ষেত্রে সমান। যোগ্যতা এবং কর্মদক্ষতার দিক দিয়ে কোনও অংশে নারীরা পুরুষের থেকে কম নয়।’ তার সংযুক্তি, ‘নারীদের 'জগৎ জননী' বলা হয়। অথচ ঘরে তাদের 'দাসী' হিসাবে গণ্য করা হয়।’ ত🌊িনি মনে করেন, এই ভাবনা চিন্তা এবার পরিবর্তন করার সময় এসেছে। নারীর ক্ষমতায়ন ঘর থেকে শুরু হওয়া উচিত এবং সমাজে তাদের ন্যায্য স্থান দেওয়া উচিত বলে তিনি জানান। ভারতের ‘বিশ্ব গুরু’ দৃষ্টিভঙ্গ বাস্তবায়নে নারীর ভূমিকার গুরুত্বের ওপর জোর দিয়েছেন ভগবত। তিনি বলেন, ‘আমরা যদি ‘বিশ্বগুরু’ (বিশ্বে নেতৃত্ব দেওয়া) ভারত গড়তে চাই তাহলে মহিলাদের সমান অংশগ্রহণও প্রয়োজন। এর জন্য অবশ্যই💫 মহিলাদের ক্ষমতায়ন করতে হবে। নারী ছাড়া সমাজ এগিয়ে যেতে পারে না।’
অন্যদিকে, ꦅআরএসএস প্রধান জনসংখ্যা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতির সমাজের সকল শ্রেণির মানুষকে মেনে চলা উচিত বলে তিনি মনে করেন। এনিয়ে চিনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, চিন কঠোর নীতি প্রয়োগ করে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে সক্ষম হলেও এখন তাদের জনসংখ্যা বৃদ্ধ। বুঝতে পেরে তারা এখন দুই সন্তান নীতিকে বাস্তবায়িত করছে।’এর পাশাপাশি কর্ম সংস্থান ও বেকারত্ব নিয়েও বিরোধীদের সমালোচনায় সরব হয়েছেন ভগবত। তিনি বলেন, ‘চাকরি এবং কর্মসংস্থানের জন্য সরকারকে একা দায়ী করা উচিত নয়।’