Updated: 03 Aug 2020, 01:36 PM IST
HT Bangla Correspondent
অযোধ্যায় থাকবেন সরযূ নদীর তীরে। কিন্তু রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাহেন্দ্রক্ষণে থাকবেন না প্রাক্তন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী উমা ভারতী। রাম মন্দির আন্দোলনের একেবারে পুরোভাগে ছিলেন এই নেত্রী। কিন্তু কোভিডের ভয় তাঁর স্বপ্ন পূর্ণ হওয়ার দিনে সেটি চাক্ষুষ করার সুযোগ প্রত্যাখান করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।
উমা ভারতী এদিন টুইটারে বলেন যে তিনি ভোপাল থেকে অযোধ্যায় যাচ্ছেন এই অনুষ্ঠানের জন্য। কিন্তু তাঁর আশংকা, পথে হয়তো কোভিড পজিটিভ লোকজনের সংস্পর্শে আসবেন তিনি। তাই তিনি ঝুঁকি নিতে চান না যাতে কোনও ভাবেই বিপদের মুখে পড়েন প্রধানমন্ত্রী মোদী বা সেখানে আগত অন্যান্য গণমান্যরা। প্রসঙ্গত ৫ সেপ্টেম্বর অযোধ্যায় চাঁদের হাট বসার কথা। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বেই শুরু হবে বহু প্রতীক্ষিত রাম মন্দির নির্মাণের কাজ।
উমা ভারতী জানিয়েছেন তিনি যে আসছেন না, ইতিমধ্যেই মন্দির কর্তৃপক্ষ ও প্রধানমন্ত্রীর অফিসকে বলে দিয়েছেন। উমা ভারতী বলেন যে অমিত শাহ ও অন্যান্য বিজেপি নেতারা যেভাবে করোনা পজিটিভ ধরা পড়ছেন, তাতে তিনি খুব চিন্তিত। সব কিছু মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে তিনি জানান।