US Election 2020: ফলাফল নিয়ে জারি অনিশ্চিয়তা, সব ভোট গোনার দাবিতে প্রতিবাদ আমেরিকা জুুড়ে
Updated: 05 Nov 2020, 03:10 PM IST HT Bangla Correspondent ভোট গণনা শুরু হওয়ার পর এক দিনের ওপর কেটে গিয়েছে। এখনও স্পষ্ট নয় কে জিতল মার্কিন রাষ্ট্র♋পতি নির্ব🗹াচন। এর জেরে এখন অশান্তি মার্কিন মুলুকে। শহরে শহরে প্রতিবাদ মিছিল করছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান ভোটাররা। বাইডেন সমর্থকরা বলছেন যে কাউন্ট অল ভোট, অর্থাৎ সব ভোট গোনা হোক। অন্যদিকে ট্রাম্প সমর্থকরা যেখানে রাষ্ট্রপতি এগিয়ে আছেন, সেখানে গণনা বন্ধ করতে বলছেন। নেভেডা ও অ্যারিজোনার মতো যেখানে ট্রাম্প পিছিয়ে সেখানে গণনা চালিয়ে যেতে দাবি জানাচ্ছে💞ন তাঁরা!এর মধ্যে ইতিমধ্যেই তিন রাজ্যে ভোট প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আদালতে গিয়েছেন ট্রাম্পের আইনজীবীরা। ট্রাম্প বলছেন ভোটে কারচুপি হচ্ছে। তার ওপর গণনা প্রক্রিয়💫ায় বিলম্ব হচ্ছে বলে চাপা উত্তেজনা এখন রাস্তা♋য় প্রদর্শিত হচ্ছে। এখনও পর্যন্ত অবশ্য কোনও হিংসার খবর নেই।