বাংলা নিউজ >
দেখতেই হবে >
Tarapith Video: ভোগে নিবেদন করা হল মাছ-মাংস-পোলাও, কালীপুজোয় তারাপীঠে ভক্তের ঢল
Updated: 31 Oct 2024, 05:25 PM IST
Sritama Mitra
দীপান্বিতা কালী পুজোর দিন সকাল থেকেই তারাপীঠে নেমেছে ভক্তের ঢল। পুজোর আগের রাত থেকেই ভূত চতুর্দশী উপলক্ষ্যে সেখানে বিশেষ তন্ত্রসাধনার পর্ব চলেছে। এদিন সকাল থেকেই বীরভূমের তারাপীঠ মন্দিরে দেখা গিয়েছে ভক্তের ঢল। এদিকে, বেলা গড়াতেই মায়ের ভোগের আয়োজন শুরু হয়। দেবীর ভোগে এদিন নিবেদন হয়েছে পোলাও, ৪-৫ রকমের ভাজা, সাত-আট রকমের সবজি, শোল মাছ, বলির পাঁঠার মাংস, চাটনি, মিষ্টি, পান।