বাংলা নিউজ >
দেখতেই হবে >
টলিপাড়ায় ফের বিয়ের সানাই! পাঞ্জাবি পাত্রকে বিয়ে করলেন পায়েল দেব, রইল ভিডিয়ো
Updated: 05 Dec 2024, 11:22 PM IST
লেখক Priyanka Mukherjee
সমাজমাধ্যমে আলাপ পায়েল-শিখরের, সেখান থেকে প্রেম আর বৃহস্পতিবার রাতে পরিণতি পেল সেই প্রেমের গল্প। এই পথ যদি না শেষ হয়-এর মুমুদি বাস্তবে খুঁজে পেলেন তাঁর রাজকুমারকে। পায়েলের পাত্র পাঞ্জাবি, কিন্তু বিয়ের দিন পুরোদস্তুর বাঙালি কনের সাজেই পাওয়া গেল পায়েলকে। টুকটুকে লাল বেনারসিতে যেন রূপকথার রাজকন্যে পায়েল। সঙ্গে গা ভর্তি সোনার গয়না। কপালে চন্দন, মাথায় শোলার মুকুট। পারফেক্ট বাঙালি ব্রাইড যাকে বলে আর কী!