বাংলা নিউজ >
দেখতেই হবে > Prosenjit: 'বলো... শ্বশুরবাড়ি জিন্দাবাদ', বর্ধমানে নাচে-গানে জমিয়ে দিলেন প্রসেনজিৎ
Prosenjit: 'বলো... শ্বশুরবাড়ি জিন্দাবাদ', বর্ধমানে নাচে-গানে জমিয়ে দিলেন প্রসেনজিৎ
Updated: 14 Jan 2024, 07:49 PM IST সম্পাদনা করেছেন Ranita Goswami নিজে একথা বিশেষ মানতে না চাইলেও 'তিনিই ইন্ডাস্ট্রি'। একথা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু অংশে সত্যিই। একসময় প্রসেনজিতের ছবি মানেই ব্লকবাস্টার। 'বুম্বা'দার ছবি চললেই হলের বাইরে ঝুলত হাউসফুল বোর্ড। তবে শুধু সিনেমা কেন, এরাজ্যে বহু প্রান্তে শো করতে গিয়ে মঞ্চও কাঁপিয়েছেন 'বুম্বাদা', তাঁকে একটিবার দেখার জন্য ভিড় জমাতেন অনুরাগীরা। প্রসেনজি💯ৎ এবার বোঝালেন ছবিটা আজও এক।