Updated: 07 Feb 2022, 10:51 PM IST
লেখক Sritama Mitra
'স্নোগ্লু' নিয়ে আপাতত মজে রয়েছে জম্মু ও কাশ্মীরের ... more
'স্নোগ্লু' নিয়ে আপাতত মজে রয়েছে জম্মু ও কাশ্মীরের গুলমার্গ। এলাকার অলি-গলি আপাতত নিজেকে মুড়ে ফেলেছে বরফের চাদরে। তারই মাঝে হাজির হয়েছে বিশ্বের বৃহত্তম ইগলু ক্যাফে। ২০১৬ সালে সুইৎজারল্যান্ডে তৈরি হওয়া ইগলু ক্যাফের উচ্চতা ও আয়তনকে ছাপিয়ে গিয়েছে ভারতের ভূস্বর্গের এই ক্যাফে। ইগলুর আদলে বানানো এই ক্যাফের ভিতর বরফকে ঘিরে যাবতীয় সুখানুভূতি পাওয়া যাবে। খাবারদাবারেও রয়েছে তাক লাগানো বন্দোবস্ত। তুষারের এই ক্যাফে এশিয়ার মধ্যেও বৃহত্তম ইগলু ক্যাফে হওয়ার দাবিদার।