প্রায় দীর্ঘ দু'বছর ব্যাট হাতে বিরাট কোহলি কোন ফর্ম্যাটেই ভাল রান করতে পারেননি। অধিনায়কত্বের চাপেই হোক বা অন্য কোন কারণে কোহলি বা বলা ভাল 'ম্যাচ উইনার' কোহলিকে দীর্ঘদিন ভারত 'খুঁজে' পাচ্ছিল না। ফলে তাঁকে ফেরাতেই বিসিসিআইয়ের তরফে নতুন উদ্যোগ বলে মনে করেন প্রাক্তন ভারতীয় নির্বাচক তথা প্রাক্তন স্পিনার ভেঙ্কটপতি রাজু।রাজু মনে করেন ওয়ানডে ফর্ম্যাটে বিরাটের বদলে রোহিতের হাতে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়ার পিছনে বিসিসিআইয়ের লক্ষ্য 'ম্যাচ উইনার' কোহলিকে ফেরানো। তাঁর মতে ওয়ানডে এবং টি-২০ অধিনায়কত্ব না থাকার ফলে কোহলি তাঁর ব্যাটিংয়ে অনেক বেশি করে মনোনিবেশ করতে পারবেন। 'চাপহীন' বিরাট তার ফ্রি ফ্লোয়িং ফর্মে ফিরে আসতে পারেন বলেই মনে করছেন তিনি। ২০১৯ সালের নভেম্বর মাস থেকে সব ফর্ম্যাট মিলিয়ে ৫৭টি ইনিংস খেলেছেন বিরাট। তার মধ্যে একটিতেও শতরান নেই।বিরাট প্রসঙ্গে বলতে গিয়ে রাজু জানান 'সাম্প্রতিককালে ম্যাচ উইনার বিরাটকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। তাই আমি মনে করি বিরাটের মধ্যে ম্যাচ উইনারকে খুঁজে বের করতেই এই উদ্যোগ বিসিসিআইয়ের। রোহিত এর আগেও সাফল্যের সঙ্গে ভারতের হয়ে অনেক রান করেছেন। আমার মনে হয় এর ফলে আরও চাপমুক্ত হয়ে খেলবে বিরাট।' ভেঙ্কটপতি রাজুর এই মতামতকে সমর্থন জানিয়েছেন আরেক প্রাক্তন নির্বাচক প্রধান এমএসকে প্রধান।