লড়াই করেছিলেন জেমিমা রডরিগেজ। বুধবার পঞ্জাবের বিরুদ্ধ🅘ে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫৪ বলে ৯৩ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন জেমিমা। কিন্তু তাঁর সব লড়াইকে ব্যর্থ করে ভারতের সিনিয়র মহিলা টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিল পঞ্জাব। হরমনপ্রীত কাউর এই লড়াইয়ে টক্কর দিয়ে গেল জেমিমাকে।
টসে জিতে এ দিন প্রথমে মুম্বই ব𝄹্যাট করতে নামল একাই লড়াই চালান জেমি। বাকিরা কেউ তাঁকে সঙ্গতই করতে পারেননি। তাও রিয়া চৌধারি জেমির সঙ্গে ওপেন করতে নেমে ৪২ বলে ৩৯ করেছিলেন। এর বাইরে কেউই ব্যাট হাতে রান পাননি। ১২ বলে ১৪ করেছেন সিমরান শেখ। বাকির♚া কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।
আরও পড💞়ুন: দী🧔প্তি, রুমেলিরা চূড়ান্ত ব্যর্থ, T20-তে জেমির মুম্বইয়ের কাছে বাজে হার বাংলার
♋💃আরও পড়ুন: প্রথম ম্যাচে শূন্য রান ৬ ব্যাটারের, পরদিনই সৌরাষ্ট্রকে ১০ উইকেট উড়িয়ে দিল বাংলা
জেমিমার ৯৩ রানের হাত ধরে তাই নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬༒ রান করে মুম্বই। পঞ্জাবের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন কমলপ্রীত কাউর, সুনিতা রাণি, নীলম বিস্ত, হরমনপ্রীত♍ কাউর এবং কনিকা আহুজা।
জবাবে ব্যাট করতে নামলে পঞ্জাব ব্যাটারদের অনেক বেশি সাবলীল লাগে। তাꦿমিয়া ভাটিয়া এবং হরমনপ্রীত- দু'জনেই হাফ সেঞ্চুরি করেছেন। তানিয়া ৩৮ বলে ৫১ করে রানআউট হন। তবে হরমন ৩৬ বলে ৫৭ করে অপরাজিত থাকেন। এ চাড়া ঋদ্ধিমা আগরওয়াল ১১ বলে ২২ করেন। প্রগতি সিং ১৪ বলে ২১ করে অপরাজিত থ🍸াকেন।
১৭.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬০ তুলে নেয় পঞ্জাব। ১৪ বল বাকি থাকতে ৭ উইকেটে দাপটের সঙ্গে ম্যাচ জিতে যায় পঞ্জাব। মুম্বইয়ের ফতিমা জাফেরএবং প্রকাশিক🐬া নায়ের ১টি করে উইকেট নিয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।