বাংলা নিউজ >
দেখতেই হবে >
ন্যাশনাল মেডিক্যালে 'গো ব্যাক স্লোগান ' বিধায়ক স্বর্ণকমল সাহা, রাজ্যের মন্ত্রী জাভেদ খানের উদ্দেশে
Updated: 13 Aug 2024, 06:27 PM IST
Sayani Rana
ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে সন্দীপ ঘোষের নাম ঘোষণার পর থেকেই উত্তাল কলেজ চত্বর। আরজি কর হাসপাতালে জুনিয়র ডাক্তারের মৃত্যু ঘিরে পথে নেমেছেন জুনিয়র ডাক্তারেরা। জুনিয়র ডাক্তারদের লাগাতার আন্দোলনের মাঝে সোমবার সকালে পদত্যাগের কথা ঘোষণা করেছিলেন আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সেই সন্দীপ ঘোষকে বিকেল হতেই ন্যাশনাল মেডিক্যাল কলেজে অধ্যক্ষ পদে আনার ঘোষণা করা হয়। এই ঘটনার জেরে সোমবার সন্ধ্যা থেকেই ন্যাশনাল মেডিক্যাল কলেজ চত্বরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন পড়ুয়াদের একাংশ। তালা ঝোলানো হয় অধ্যক্ষের জন্য নির্ধারিত ঘরে। মঙ্গলবার সকালে অধ্যক্ষের জন্য নির্ধারিত ঘরের সামনে অবস্থানে বসেন বেশ কয়েকজন পড়ুয়া। অন্যদিকে, ন্যাশনাল মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা এন্টালির তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা আসেন।সঙ্গে আসেন মন্ত্রী জাভেদ খানও। তাঁদের দেখেই পড়ুয়ারা 'গো ব্যাক' স্লোগান দিতে শুরু করেন। বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।