Updated: 13 Feb 2020, 01:25 PM IST
HT Bangla Correspondent
অভিনব উপায়ে বিদেশি মুদ্রা পাচার করতে গিয়ে মুম্বই... more
অভিনব উপায়ে বিদেশি মুদ্রা পাচার করতে গিয়ে মুম্বই এয়ারপোর্টে ধরা পড়লেন এক যুবক। তাঁর কাছ থেকে রান্না করা মাংস, বাদাম, বিস্কুটের প্যাকেটের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে বিদেশি মুদ্রা। সৌদি রিয়াল, কাতারি রিয়াল, কুয়েতি দিনার, ওমানি রিয়াল ও ইউরো ছিল তাঁর কাছে। মোট ৪৫ লক্ষ টাকার বিদেশি মুদ্রা উদ্ধার করেছে সিআইএসএফ। বছর পঁচিশের মুরাদ আলির হাবভাব দেখেই সন্দেহ হয় নিরাপত্তারক্ষীদের। প্রথমে কিছু না পাওয়া গেলেও পরে আস্তে আস্তে সামনে আসে সবকিছু।এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে দুবাই যাচ্ছিলেন তিনি। বাদাম ভেঙে, বিস্কুটের প্যাকেট খুলে ও রান্না করা মাংসের মধ্যে থেকে ৫০৮ নোট খুঁজে পায় সিআইএসএফ। এর আগেও একাধিক বার দুবাই গিয়েছেন মুরাদ। তবে তিনি ক্যুরিয়ার, এই চক্রের মাথা অন্য কেউ বলে মনে করা হচ্ছে। মুরাদকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তথ্য জানার জন্য।