আজ ভাই ফোঁটা। এদিন শুভক্ষণে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করেন বোনের♎া। তবে আজ দেড় ঘণ্ট🌌ার সময়কাল বাদ দিয়ে সন্ধ্যা পর্যন্ত ভাই ফোঁটা দেওয়া যাবে। জ্যোতির্বিদ বিভোর ইন্দুসুত অনুযায়ী রাহুকালের কারণে সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ফোঁটা দেওয়া উচিত নয়।
পৌরাণিক কাহিনি অনুযায়ী যমুনার আগ্রহে একদা যমরাজ কার্তিক শুক্লপক্ষের দ্বিতীয়ার দিনে নিজের বোন যমুনার সঙ্গে দেখা করতে যান এবং যমুনা যমদেবকে ফোঁটা দেন। তখন নিজের ভাইয়ের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেন যমুনা। যমুনা বলেন, যে বোনেরা নিজের ভাইকে ফোঁটা দিয়ে তাঁর মঙ্গল কামনা করেন, যমরাজ নিদের ভাইকে অল্পায়ু, রোগ, শোক ইত্যাদি হহে না। তার পর থেকেই ভাই ফোঁটার প্র🐟চলন হয়।
ভাই ফোঁটার শুভক্ষণ
- ৬ নভেম্বর, শনিবার সকাল ৮টা থেকে ৯ পর্যন্ত শুভ চৌঘড়িয়ায় ভাইকে ফোঁটা দেওয়ার শুভ সময়।
- দুপুর ১২টা থেকে ৪টের মধ্যে চর লাভ ও অমৃতর শুভ চৌঘড়িয়া মুহূর্ত রয়েছে।
- ৬ নভেম্বর, শনিবার দুপুর ১টা ১০ মিনিট থেকে ৩টে ২১ মিনিট পর্যন্ত সময় সর্বাধিক শুভ।
এ সময় ভুলেও ফোঁটা দেবেন না
শনিবার সকাল ৯টা থেকে সাড🌊়ে ১০টা পর্যন্ত রাহুকাল থাকবে। তাই এ সময় ভাইকে ফোঁটা দেবেন না। রাহুলাকেল কখনও শুভ কাজ করতে নেই। তাই এই অশুভ লগ্নে ভাই ফোঁটা দেওয়া উচিত নয়।