ভাইফোঁটা ঘির𝕴ে নানান ধরনের আচার পালিত হয় বাঙালি সমাজে। পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গের মধ্যে ভাইফোঁটা ঘিরে কিছু আচার ভিন্ন। তবে ভাইদের মঙ্গল কামনায় দুইবঙ্গেই কিছু রীতি একই। ভাইফোঁটার ফোঁটা দেওয়ার থালায় কী কী রেখে রীতি পালিত হয়? দেখে নেওয়া যাক।
ভাইফোঁটার সবচেয়ে শুভ সময়:-
চলতি বছরে ভাইফোঁটা দেওয়ার দ্বিতীয়া বা প্রতিপদ তিথি সকলের কাছেই গুরুত্বপূর্ণ। তবে তারও রয়েছে একটি শুভ সময়। জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রী﷽ বলছেন, ভাই ফোঁটা দেওয়ার শুভ সময় চলতি বছরে ২ ঘণ্টার কিছু বেশি সময় ধরে রয়েছে। ৩ নভেম্বর রবিবার ভাইফোঁটা পড়ছে। সেদিন দুপুর ১ টা ১০ মিনিটে ফোঁটা দেওয়ার সবচেয়ে বেশি শুভ সময় তৈরি হবে। আর সেই শুভ সময় শেষ হবে ৩ টে ২২ মিনিটে। এই ২ ঘণ্টা ১১ মিনিটের মধ্যেই শেষ করতে হবে ভাইফোঁটা দেওয়ার পর্ব।
( Army Patrolling in Ladakh: গালওয়ান সংঘাতের সাড়ে ৪ বছর পর লাদাখের ডেমচকে শুরু ভার𒁏তীয় সেনার টহল, এরপর ডেপসাং - রিপোর্ট)
( Kalyan Banerjee Crying: ‘করুণাময়ী.. মাগো মা..’ কালীমূর্তি ছুঁয়ে অবেগে𝓰র কান্নায় ভাসলেন কল্যাণ)