পাঁচ দিন ব্যাপী দীপাবলী উৎসবের প্রথম দিন ধনতেরাস বা ধনত্রয়োদশী হিসেবে পালিত হয়। চলতি বছর ১৩ নভেম্বর, অর্থাৎ আজ ধনতেরাস। পুরাণ অনুযায়ী, এ দিনই সমুদ্র মন্থনের ফলে ধন্বন্তরী প্রকট 😼হন। এদিন ধন্বন্তরীর পুজো হয়। পাশাপাশি লক্ষ্মী ও ধনের দেবতা হিসেবে কুবেরও পূজিত হন। ধনত্রয়োদশীর দিনে লক্ষ্মী ও কুবেরের পুজো হলেও, এর ঠিক দুদিন পর অমাবস্যার দিনে লক্ষ্মী পুজোর অধিক গুরুত্ব রয়েছে। জ্যোতিষাচার্যদের মতে, ধনতেরাসের দিনে প্রদোষ কালে লক্ষ্মী পুজো করা উচিত। সূর্যাস্তের পর ২ ঘণ্টা ২৪ মিনিট পর্যন্ত প্রদোষ কাল থাকে।
দৃকপঞ্জিকা অনুযায়ী, চৌঘড়িয়া মুহূর্তে ধনতেরাস পুজো করা উচিত নয়। এই মুহূর্ত শুধুমাত্র যাত্রার জন্য ভালো। ধনতেরাসে লক্ষ্মী পুজোর জন্য স্থির লগ্নের প্রদোষ কালই উৎকৃষ্ট সময়। স্থির লগ্🅷নে লক্ষ্মী পুজো করলে পরিবারের আর্থিক পরিস্থিতিও দীর্ঘস্থা꧋য়ী ও স্থির থাকে। বৃষভ লগ্নকে স্থির মনে করা হয়।
ধনতেরাস পুজোর শ্রেষ্ঠ সময়-🐟 সন্ধে নাগাদ প্রদোষ কাল ও স্থির বৃষভ 🌃লগ্নে ৫টা ৩৩ মিনিট থেকে ৭টা বেজে ২৮ পর্যন্ত থাকবে।
ত্রয়োদশী তিথি প্রা𝔍রম্ভ- ১২ নভেম্বর রাত ৯টা ২০ মিনিটে।
ত্রয়োদশী তিথি সমাপ্ত- ১৩ নভেম্বর ৫টা ৫৯ মিনিটে।
প্রদোღষ কাল- ১৩ নভেম্বর সন্ধে ৫টা ২৮ মিনিট থেকে রাত 𝄹৮টা ০৭ মিনিট পর্যন্ত।
বৃষভ কাল- ১৩ নভেম্বর সন্ধে ৫টা ৩২ মিনিট থেকে রাত ৭ট꧃া বেজে ২৮ মিনিট পর🍒্যন্ত।
ধনত্রয়োদশীর পুজোর জন্য নিজের নিজের শহরের নিরিখে পুজোর শুভক্ষণ জেনে রাখা উচিত। এখানে ভারতের কয়েক🌺টি শহরে🌜র ধনতেরাস পুজোর শুভক্ষণ দেওয়া রইল।
- কলকাতা- সন্ধে ৪টা ৫৮ মিনিট থেকে ৫টা ৫৯ মিনিট।
- পুণে- সন্ধে ৫টা ৫৭ মিনিট থেকে ৫টা ৫৯ মিনিট।
- নয়াদিল্লি- সন্ধে ৫টা ২৮ মিনিট থেকে ৫টা ৫৯ মিনিট।
- চেন্নাই- সন্ধে ৫টা ৪০ মিনিট থেকে ৫টা ৫৯ মিনিট।
- জয়পুর- সন্ধে ৫টা ৩৭ মিনিট থেকে ৫টা ৫৯ মিনিট।
- হায়দ্রাবাদ- সন্ধে ৫টা ৪১ মিনিট থেকে ৫টা ৫৯ মিনিট।
- গুরগাঁও- সন্ধে ৫টা ২৯ মিনিট থেকে ৫টা ৫৯ মিনিট।
- চণ্ডীগড়- সন্ধে ৫টা ৩০ মিনিট থেকে ৫টা ৫৯ মিনিট।
- মুম্বই- সন্ধে ৬টা ০১ মিনিট থেকে ৮টা ৩৪ মিনিট।
- বেঙ্গালুরু- সন্ধে ৫টা ৫০ মিনিট থেকে ৫টা ৫৯ মিনিট।
- আমেদাবাদ- সন্ধে ৫টা ৫৬ মিনিট থেকে ৫টা ৫৯ মিনিট।
- নয়ডা- সন্ধে ৫টা ৩২ মিনিট থেকে ৫টা ৫৯ মিনিট।
এ ছাড়াও, ১৩ তারিখ সন্ধে꧒ ৫টা ২৮ মিনিট থেকে ৫টা ৫৯ মিনিটের মধ্যে ধনতেরাসের পুজো সর্বক্ষেত্রেই শুভ।
ধনতেরাস পুজো বিধি- ধনতেরাসের দিনে ধন্বন্তরি ও কুবেরের বিশেষ পুজো🐓 হয়। পুজোর জন্য একটি মাটির হাতি পুজোর আসনে বসিয়ে, তাতে তিলক করুন। এর পর চৌমুখী প্রদীপ প্রজ্বলিত করুন ও ধন্বন্তরি এবং বিষ্ণুর স্মরণ করে আরতি করুন। আরতির সময় এই মন্ত্র জপ করা উচিত-
মৃত্যুনা দণ্ডপাশাভ্যাং কালেন শ্যাম্যা সহ।
ত্রয়োদশ্যাং দীপ দানাত সূর্যজ প্রীয়তাং মম।।
এর পর ধনতেরাস উপলক্ষে যা কিনে এনেছেন তাতে চাল ছেটান। পানের পাতায় রোলি দিয়ে স্বস্তিক বানিয়ে একটি সুপুড়ি রাখুন ও🗹 গণেশের পুজো করুন। লক্ষ্মীকে স্মরণ করে সেই পানের পাতা তুলে নিজের টাকার বাক্সে বা সিন্দুকে রেখে দিন। এর পর ঘরের প্রবেশদ্বার, রান্নাঘর, ব্রহ্মস্থান ও সমস্ত দরজার ডান দিকে প্রদীপ রাখুন।
উল্লেখ্য, ধনতের🌜াসের দিনে ঋণ নিতে নেই। এদিন রাগ করবেন না ও কারও সঙꦗ্গে কোনও মনোমালিন্য থাকলে, তা মিটিয়ে নেওয়াই শ্রেয়।