আজ (বৃহস্পতিবার, ৪ নভেম্বর) দিওয়ালি। এবারের দিওয়ালিতে তৈরি হচ্ছে গ্রহদের দুর্লভ সংযোগ। এই দুর্লভ সময়েই দীপাবলি 🐼পালিত হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্য, মঙ্গল, বুধ ও চন্দ্রের যুতি তৈরি হচ্ছে। অর্থাৎ সূর্য, মঙ্গল, বুধ ও চন্দ্র একসঙ্গে একটি রাশিতেই বিরাজ করবেন।
কোন রাশিতে বিরাজ করছেন?
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী,𒊎 কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে দিওয়ালি পালন করা হয়। চলতি বছর দিওয়ালিতে সূর্য, মঙ্গল, বুধ ও চন্দ্র তুলা রশিতে বিরাজ করছেন।
শুভ পরিণাম
সূর্য, চন্দ্র, বুধ ও মঙ্গল একসঙ্গে তুলা রশিতে অবস্থান করার ফল তুলা রাশির জাতকদের জন্য এটা অত্যন্ত শুভ সময় হতে চ🥀লেছে। যুতি তৈরি হওয়ার কারণে অর্থলাভের যোগ তৈরি হচ্ছে। সঙ্গে ওই রাশির জাতকদের মান-সম্মান বৃদ্ধি পাবে।
দিওয়ালিতে লক্ষ্মীপুজোর শুভ সময়
আজ (বৃহস্পতিবার, ৪ নভেম্বর) অমাবস্যা তিথি শুরু হয়েছে সকাল ৬টা ৩ মিনিটে। শুক্রবার (ইংরেজি মতে ৫ নভেম্বর ধরা হচ্ছে) রাত ২টো ৪৪ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে। দিওয়ালিতে লক্ষ্মী পুজোর শুভ সময💃় সন্ধ্যা ৬ টা ৯ মিনিট থেকে রাত ৮ টা ২০ মিনিট পর্যন্ত। অর্থাৎ দিওয়ালিতে ২ ঘণ্টা ১১ মিনিট লক্ষ্মীপুজো করা যাবে।