সিপিএম শূন্য। যে দলটি বাংলায় ৩৪ বছর ক্ষমতায় ছিল তারা এখন শূন্য পাওয়া মার্কশিট নিয়ে ঘুরে বেড়ায়। আর এবারের উপনির্বাচনে সিপিএমের যে ফলাফল হয়েছে তা হতাশাজনক বললেও খুব🙈 কম বলা হয়। তবে এবার সেই শূন্য সিপিএমকে খোঁচা দিতেই বার বার মাঠে নামছেন কুণাল।
এবার তিনি নতুন গান বাঁধলেন সেই খাদের ধারে রেলিং ধরে ♕দাঁড়িয়ে থাকা সিপিএমকে নিয়ে। সোশ্য়াল মিডিয়ায় গান পোস্ট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
লাল জামা। পেছনে জোড়াফুলের প্রতীক। সোশ্য়াল মিডিয়ায় ফের হাজির কুণাল ঘোষ।
সেখানে তিনি বলেছেন, 'পশ্চিমবঙ্গের বিধানসভা উপনির্বাচন। ৬এর মধ্য়ে ৬টিতেই তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উন্নয়নের জেরে বিপুল জয়। কুৎসার বিরুদ্ধে মানুষের রায়। তৃণমূল তো জিতেছে, বিজেপি তো হেরেছে। আর এই যে বড়বড় কথা বলার পরে সিপিএম! গতকাল গান ছিল অরিজিৎ সিংয়ের মতো, আর কব𝕴ে আর কবে সিপিএম শূন্য থেকে ১ হবে। এটা গতকাল পর্যন্ত ছিল। সোশ্য়াল মিডিয়ায় ছিল। ঘুরেছে এদিক ওদিক। আজ সকালবেলা দেখি একটা অনুরোধের আসর। আমি তো শিল্পী নই। কিন্তু অনুরোধের আসের দু একটা গান এলে তো চেষ্টা করতে হয়। সিপিএমের জন্য অনুরোধের আসর মেনে, মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না, আর সিপিএম শূন্য থেকে ১-এ যায় না। কমরেড এবার গ💫ালাগালি দিতে শুরু করুন।' বলেছেন কুণাল ঘোষ।
এই গান শুনে মুচকি হেসেছেন অনেকেই। শূন্য সিপিএমকে নিয়ে হাসি ঠাট্টা, মস্ক🥀রা অবশ্য় নতুন কিছু নয়। অনেকে বলেন, বাংলা জুড়ে বিরোধীদের উপর হামলা, সন্ত্রাস, রক্তারক্তির তুলনায় এই কবির লড়াই মন্দ নয়। এসব বেশ উপভোগ করছেন অনেকেই। তবে ভিডিয়োর একেবারে শেষে কুণাল বলেছেন, কমরেড এবার গালাগালি দিতে শুরু করুন।
এবার জেনে নিন কুণালের এই ভিডিয়ো পোস্ট করার পরে কে কী বললেন?
একজন একটি বিরাট ঘড়ার ছবি পোস্ট করেছেন। সেখানে লেখ꧂া, পাপের ঘড়া পূর্ণ, তাই তো আমরা শূন্য।
অপর একজন লিখেছেন, 'আচ্ছা যে দলটা একদম চিতায় উঠে গেছে তাকে নিয়ে গল্প বলতে ভালো লাগে? ইতিহাসে এরকম প্রচুর উদাহরণ আছে বামপন্থীরা একেবারে মুছে গেছে সেই বামপন্থী যারা সিপিএমের মতো সংগঠনে বি✃শ্বাসী। আপনি কি এখনও মনে করেন সিপিএম এখানো থ্রেট ফর ওয়েস্টবেঙ্গল?'
'বাঙালি হিসাবে বা ভারতবাসী হিসাবে෴ যে দলটাকে ঠেকাতে হবে তার বিরুদ্ধে বলতে তো শুনি না। আওয়াজ শক্ত করুন।' অপর একজন লিখেছেন ‘যে দলটার রাজ্য রাজনীতিতে কোনও অস্তিত্ব নেই তাদের নিয়ে কেন এত পরিশ্রম করে বুঝি না।’