দিপান্বিতা অমাবস্যায় বহু বাড়িতেই মহালক্ষ্মীর পুজো হয়। এই দিনে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করে দেবী মহালক্ষ্মীর আরাধনা করা হয়। দেবীর আট রূপের মধ্যে সবচেয়ে প্রাচীন হল এই মহালক্ষ্মীর রূপ। তিনি আদি লক্ষ্মী নামেও পরিচিত। দেবীর এক হাতে থাকে পদ্ম। দেবীর এই রূপে থাকে, অভয় ও বরদা মুদ্রা। মনে করা হয়, দেবী পার্থিব ও অপার্থিব, উভয় সম্পদেরই দেবী। আজ লক্ষ্মীবার বৃহস্পতিবারে পড়েছে দীপান্বিতা অমাবস্যা। এই দিনে কি করতে চান বাড়িতে মহালক্ষ্মীর আরাধনা? তা🐼হলে দেখে নিন ৩১ অক্টোবর অমাবস্যায় লক্ষ্মীপুজোর শুভ সময় শহর অনুযায়ী।
( Kalipujo 2024:📖 কালীপুজোয় মাটির প্রদীপ🅷 বেশিক্ষণ জ্বালিয়ে রাখতে চান? দিওয়ালি ২০২৪র আগে রইল টিপস)
লক্ষ্মীপুজোর শুভ সময় শহর অনুযায়ী:-
দিওয়ালিতে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পালিত হয় লক্ষ্মীপুজো। মনে করা হয়, এমন দিনে দেবী লক্ষ্মী প্রতি বাড়িতে আসেন ভক্তদের আশীর্বাদ দিতে। এই দিনে দেবীর আশীর্বাদে দীপাবলির রাত 💛সমৃদ্ধিতে ভরে ওঠে। দেখা যাক শহর অনুযায়ী দীপাবলির লক্ষ♚্মীপুজোর শুভ সময় কখন?
কলকাতায় দিওয়ালির লক্ষ্মীপুজোর শুভ সময়
কলকাতায় দিওয়ালির লক্ষ্মীপুজোর শুভ সময় ৩১ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৫ টা ৪৫ মিনিট থেকে। সন্ধ্যা ৬ টা ১৬ মিনিট পর্যন্ত। মুম্বইতে এই শুভ সময় শুরু হবে সন্ধ্যা ৬ টা ৫৭ মিনিট থেকে রাত ৮ টা ৩৬ মিনিট পর্যন্ত। নয়ডায় বিকেল ৫ টা ৩৫ থেকে শুভ ত🀅িথি শুরু, তিথি শেষ বিকেল ৬ টা ১৬ মিনিটে। চেন্নাইতে এই শুভ সময় বিকেল ৫ টা ৪২ মিনিট থেকে শুরু। আর তা শেষ হবে সন্ধ্যা ৬ টা ১৬ মিনিটে। দিল্লিতে এই সময় বিকেল ৫.৩৬ মিনিটে শুরু আর শেষ হবে সন্ধ্যা ৬ টা ১৬ মিনিটে।