ඣশহরের জুড়ে আজ প্রেমের মরশুম, ক্যালেন্ডারের পাতা বলছে আজ ভ্যালেন্টাইন'স ডে। কিন্তু ভালোবাসার এই দিনটা কেমন করে কাটাবেন টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রী দেবলীনা দত্ত? হিন্দুস্থান টাইমস বাংলাকে জানান, তিনি তাঁর প্রথম প্রেমের সঙ্গেই এই দিনটি কাটাতে চান। জানেন নায়িকার প্রথম প্রেম কে?
🍒প্রেমদিবস কেমন করে কাটাবেন অভিনেত্রী? প্রশ্নে নায়িকা বলেন, ‘যদি আমার কাছে কাজ আসে যেহেতু কাজটা আমার 'প্রথম প্রেম', আমি কাজ করব।' তারপর নায়িকা তাঁর খুব সম্প্রতি মুক্তি পাওয়া ভ্যালেন্টাইন'স ডে স্পেশাল মিউজিক ভিডিয়ো ‘তোর নামে নীল খামে’ এর প্রসঙ্গ টেনে বলেন, 'আর যদি না আসে তাহলে একটা ছোট্ট ‘নীল খামে’ যাঁরা যাঁরা আমার ভালোবাসার মানুষ আছেন, সবাইকে 'তোর নামে' এটা লিখে, ‘তোর নামে নীল খামে’ উপহার দেব, আমার ভালোবাসার মানুষদের।'
𓃲মিউজিক ভিডিয়োটি পরিচালনার দায়িত্বে ছিলেন সুধীর দত্ত৷ শিল্পী রাখী দত্ত ও রাজ বর্মনের কন্ঠে শোনা গিয়েছে এই গান। গানটি মুক্তি পেয়েছে 'ডি. সুধীর প্রোডাকশন হাউস'-এর ব্যানারে। আর এই গানেই একেবারে অন্য অবতারে ধরা দিয়েছিলেন নায়িকা। তাঁর এই নতুন লুক এখন চর্চায়।
♔নিজেকে বলিউড ধাঁচের নতুন রূপে আবিষ্কার করার অভিজ্ঞতাটা ঠিক কেমন ছিল নায়িকার? এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি দারুণ উপভোগ করেছি। কাজ করে দুর্দান্ত লেগেছে আমার। কারণ আমি এই ইমেজটা প্রথমবার দর্শকদের কাছে তুলে ধরলাম। আর এর নেপথ্যের অন্যতম কারণ হল সুধীর দা ও রাখি। ওঁরা মিউজিক্যালি যখন কিছু তৈরি করেন সেটা অপূর্ব হয়, এবং গানটাও অপূর্ব। ভীষণ মেলেডি রয়েছে গানটার মধ্যে, আজকের দিনের গানে এটা খুব একটা পাওয়া যায় না। সেই জন্যই এই গানটার ভিত্তিতে সাহস করে আমার ইমেজ ব্রেক করা।’
আরও পড়ুন: ꧂'আমি যে সব পরিস্থিতির মুখোমুখি হয়েছি, নতুনদের সঙ্গে যেন তেমনটা না ঘটে', অকপট সৌরভ
🍌তবে কাজ ছাড়া কী আর কোনও প্রেম নেই নায়িকার জীবনে? এই প্রসঙ্গে দেবলীনা বলেন, ‘প্রতি মুহূর্তে আমার জীবনে প্রেম থাকে। আমি প্রতি মুহূর্তে প্রেমে পড়ি। কখনও গাছের প্রেমে পড়ি, কখনও আকাশের, কখনও কোনও পাখির প্রেমে পড়ি, আবার কখনও কোনও বন্ধু বা বান্ধবীর প্রেমে পড়ি। রোজ নতুন ভাবে একবার করে মায়ের প্রেমে পড়ি। আমার জীবনটা প্রেমময়।’
🎃তবে তাঁকে নিয়ে গুঞ্জনের শেষ নেই, এই প্রসঙ্গে নায়িকার মত, ‘গুঞ্জন যা শোনা যায় সেগুলো আমি ভীষণ উপভোগ করি। ওই গুঞ্জনগুলো আমার জীবনকে নানা রকম ভাবে রঙিন করে দেয়, আমি নানা রকমের খবর পাই, বেশ মজাই লাগে।’
🌄তবে তাঁকে নিয়ে গুঞ্জনের শেষ নেই, এই প্রসঙ্গে নায়িকার মত, ‘গুঞ্জন যা শোনা যায় সেগুলো আমি ভীষণ উপভোগ করি। ওই গুঞ্জনগুলো আমার জীবনকে নানা রকম ভাবে রঙিন করে দেয়, আমি নানা রকমের খবর পাই, বেশ মজাই লাগে।’ তবে বর্তমানে তাঁকে শোনা একটা খবর ভীষণ ভাবে হাওয়ায় ভাসছে, তিনি আর সৌম্য বন্দ্যোপাধ্যায় নাকি একে অপরের প্রেমে পড়েছেন। শুধু তাই নয় ভ্যালেন্টাইন’স ডে উপলক্ষে তাঁর ‘তোর নামে নীল খামে’ নামে নতুন মিউজিক ভিডিয়ো লঞ্চের অনুষ্ঠানেও হাজির ছিলেন সৌম। সবটা নিয়ে অকপট দেবলীনা বললেন, ‘আমি শুনি নানা রকম। এর মধ্যেই শুনেছিলাম আমি আর সৌম নাকি আগে বিয়ে করে ফেলেছি, তারপর আবার লিভ ইনও করছি। মানুষ লিভ ইন করে তারপর বিয়ে করেন কিন্তু বিয়ে করার পর কীভাবে লিভ ইন করা যায়, সেটা জানি না। আমরা এই ব্যাপারে ট্রেন্ড সেটার। এটা শুনে আমরা খুব মজা পেয়েছিলাম।’ নায়িকা জানান গুঞ্জন যাইহোক তিনি বর্তমানে সিঙ্গল। সৌম্য তাঁর খুব ভালো বন্ধু।
𓃲তবে এত গুঞ্জন পাশাপাশি অভিনেত্রীর জীবনেও এসেছে নানা ওঠাপড়া। কিন্তু সব কিছুর পরও তিনি জীবন নিয়ে ভীষণ আশাবাদী। নিজেকে যে কোনও মুহূর্তে কীভাবে পজেটিভ রাখেন নায়িকা? এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ আমি একটা কথা সব সময়ই বলি দুঃখের ঘটনা ঘটবেই এটাই জীবন। কিন্তু যখনই কোনও দুঃখের ঘটনা ঘটে সেটার পর আমাদের কাছে দুটো বিকল্প সব সময় থাকে। এক ওই ঘটনার জন্য কান্নাকাটি করে নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নেওয়া। দুই, আমি কী শিখলাম? কী ভুল করেছি? আর সারা জীবনে সেই ভুল আর আমি করব না। ভেবে আর একটা সুন্দর জীবনের দিকে এগিয়ে যাওয়া। হয় তুমি জয়ী হও, না হলে শেখ। হয় তুমি সুখী হবে, না হয় শিখবে। খারাপ ঘটনাগুলো সব কটাই এক একটা শিক্ষা। সেটা ভেবে যদি এগিয়ে যাওয়া যায় তাহলে জীবনটা ক্রমশ সুন্দর হবে। তাঁর বাইরে আর কিছু হবে না।’