Guru Shukra Gochar Astrology: গুরু, শুক্রের গোচরে তৈরি হবে শুভ যোগ! সৌভাগ্যের কপাট খুলতে পারে কন্যা সহ বহু রাশির
1 মিনিটে পড়ুন Updated: 01 Feb 2025, 10:46 PM ISTജParivartan Yog: শুক্র ও গুরু তৈরি করবেন পরিবর্তন যোগ। লাকি রাশির লিস্ট দেখা যাক।
ജParivartan Yog: শুক্র ও গুরু তৈরি করবেন পরিবর্তন যোগ। লাকি রাশির লিস্ট দেখা যাক।
🌄 জ্যোতিষশাস্ত্র অনুসারে, শুক্র হলেন দৈত্যদের গুরু, আর বৃহস্পতি হলেন দেবতাদের গুরু। সদ্য এই দুই গুরু মিলে পরিবর্তন যোগ তৈরি করেছেন। বৃষ রাশিতে এমনিতেই অবস্থান করছিলেন দেবগুরু বৃৃহস্পতি। আর মীনে প্রবেশ করেছেন শুক্র। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। শুক্র আর গুরুর এই গোচরের ফলে তৈরি হবে পরিবর্তন যোগ, তাতে কারা কারা লাকি হতে পারেন, দেখা যাক।
মেষ
♌ এই সময় আপনি খুবই ভালো ধনলাভ করতে পারেন। এই সময় স্বাস্থ্য ভালো থাকতে চলেছে। পড়ুয়াদের জন্য ভালো সময়। কারোর সঙ্গে শত্রুতা চললে, তাতে শুভ ফল লাভ করতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি আপনি অংশ নেন, তাহলে পেতে পারেন লাভ। ব্যবসায় তীব্র গতিতে উন্নতির যোগ রয়েছে। বিদেশযাত্রা করতে পারেন। তার সঙ্গেই পরিবারে ভালো সময় কাটতে পারে।
(🍸 Shital Shashthi 2025: শীতল ষষ্ঠী ২০২৫ কবে পড়ছে? এই পুজোর রীতি, তিথি রইল)
মীন
𝓰 এই সময় বাম্পার লাভ মিলতে পারে। মীনে চলছে শনির সাড়েসাতি। তবে শুক্র মীনে যেতেই, মীন রাশির বিপুল লাভ হবে। আয়ের কমতি নিয়ে যে সমস্যা ছিল, তা এবার কমতির দিকে যাবে। যদি ব্যবসায় টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে, বহুদিন ধরে অংশীদারের সঙ্গে ঝামেলাঝাটি চলতে থাকে, তাহলে তা থেকেও রেহাই পাওয়ার সময় এসে গিয়েছে। দাম্পত্য জীবনে খুশি আনন্দ আসবে। সমাজে মান সম্মান বাড়বে।