𒁃 হিন্দুশাস্ত্রে মাঘ পূর্ণিমা তিথির আলাদা মাহাত্ম্য রয়েছে। এমন এক তিথিতে বহু শুভ কাজ হয়। এই পূর্ণিমা তিথিতে, বিশেষ ব্রহ্ম মুহূর্তে শ্রী হরি বিষ্ণুর নাম জপ করতে করতে অনেকেই গঙ্গাস্না করেন। আর স্নানের পর দান, এই পূর্ণিমা তিথির অত্যন্ত শুভ কাজ বলে মনে করা হয়।
মহাকুম্ভের সময় মাঘ পূর্ণমা ২০২৫:-
ꦚ১৪৪ বছর পর মহাকুম্ভের পূণ্য তিথির মাঝে পড়ছে মাঘ পূর্ণিমা। এই মাঘ পূর্ণিমায় স্নান ও দানের মাহাত্ম্য রয়েছে। অনেকেই এই বিশেষ পূর্ণিমায় শুভ কাজ করে থাকেন। অনেকের বাড়িতেই এই সময় সত্যনারায়ণের পুজো হয়। মহাকুম্ভে পূণ্যস্নানের অন্যতম দিন এই মাঘ পূর্ণিমা। এই মাঘ পূর্ণিমা তিথি সেই দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাক, মাঘ পূর্ণিমা তিথি ২০২৫ সালে কবে পড়ছে?
মাঘ পূর্ণিমা ২০২৫ তিথি:-
🥃২০২৫ সালে মাঘ পূর্ণিমা তিথি ১১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে। তবে শাস্ত্রমতে বলা হচ্ছে, উদয়া তিথি অনুসারে মাঘ পূর্ণিমা ১২ ফেব্রুয়ারি পালিত হবে। ১১ ফেব্রুয়ারি, ২০২৫ পড়ছে মঙ্গলবার। সেদিন সন্ধ্যা ৬ টা ৫৫ মিনিটে এই তিথি শুরু হচ্ছে। আর তিথি শেষ হবে ১২ ফেব্রুয়ারি, ২০২৫ অর্থাৎ বুধবার। সেই দিন সন্ধ্যা ৭ টা ২২ মিনিটে তিথি শেষ হবে। উদয়া তিথি অনুসারে ১২ ফেব্রুয়ারি মাঘ পূর্ণিমা পালিত হবে।
মাঘ পূর্ণিমায় স্নানের তিথি:
🅠এ বছর মহাকুম্ভের চতুর্থ অমৃত স্নানও হতে চলেছে মাঘ মাসের পূর্ণিমা তিথিতে। অমৃতস্নান গ্রহণের শুভ সময় ১২ই ফেব্রুয়ারি ভোর ০৫:১৯ মিনিটে থেকে শুরু হবে এবং ভোর ০৬:১০ মিনিট পর্যন্ত চলবে। এই সময়ে গঙ্গায় স্নান করে ভগবান বিষ্ণু বা ভগবান ভোলেনাথের আরাধনা করলে আপনার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে যাবে। এর সাথে বিজয় মুহুর্ত হবে দুপুর ০২:২৭ থেকে ০৩:১১ পর্যন্ত।