জ্যোতিষশাস্ত্র অনুসারে, শুক্র হলেন দৈত্যদের গুরু, আর বৃহস্পতি হলেন দেবতাদের গুরু। সদ্য এই দুই গুরু মিলে পরিবর্তন যোগ তৈরি করেছেন। বৃষ রাশিতে এমনিতেই অবস্থান করছিলেন দেবগুরু বৃৃহস্পতি। আর মীনে প্রবেশ করেছেন শুক্র। তারফলে একাধিক রা🔯শির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। শুক্র আর গুরুর এই গোচরের ফলে তৈরি হবে পরিবর্তন যোগ, তাতে কারা কারা লাকি হতে পারেন, দেখা যাক।
মেষ
এই সময় আপনি খুবই ভালো ধনলাভ করতে পারেন। এই সময় স্বাস্থ্য ভালো থাকতে চলেছে। পড়ুয়াদের জন্য ভালো সময়। কারোর সঙ্গে শত্রুতা চ🔥ললে, তাতে শুভ ফল লাভ করতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি আপনি অংশ নেন, তাহলে পেতে পারেন লাভ। ব্যবসায় তীব্র গতিতে উন্নতির যোগ রয়েছে। বিদেশযাত্রা করতে পারেন। তার সঙ্গেই পরিবারে ভালো সময় কাটতে পারে।
( Shital Shashthi 2025: শীত💛ল ষষ্ঠী ২০২৫ কবে পড়ছে? এই পুজোর রীতি, তিথি রইল)
মীন
এই সম🃏য় বাম্পার লাভ মিলতে পারে। মীনে চলছে শনিꦐর সাড়েসাতি। তবে শুক্র মীনে যেতেই, মীন রাশির বিপুল লাভ হবে। আয়ের কমতি নিয়ে যে সমস্যা ছিল, তা এবার কমতির দিকে যাবে। যদি ব্যবসায় টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে, বহুদিন ধরে অংশীদারের সঙ্গে ঝামেলাঝাটি চলতে থাকে, তাহলে তা থেকেও রেহাই পাওয়ার সময় এসে গিয়েছে। দাম্পত্য জীবনে খুশি আনন্দ আসবে। সমাজে মান সম্মান বাড়বে।
কন্যা
দাম্পত্য জীবনের দিক থেকে বিপুল লাভ পাবেন। সব কাজে ভাগ্যের সহযোগিতা পাবেন। ব্যবসায়, চাকরিতে লাভ পেতে পারেন। চাকরিতে কোনও সমস্যা হয়ে থাকলে, তা থেকে মুক্তি পাবেন। মনের মতো কোনও জায়গায় আপনার ট্রান্সফার হতে পারে কর্মস্থলে। পা🐻র্টনারশিপে করা ব্যবসায় বিপুল লাভ পেতে পারেন। ব্যবসা বাড়তে পারে কলেবরে। গাড়ি, সম্পত্তি, বাড়ি কিছু কিনতে পারেন।
গত ২৮ জানুয়ারি, শুক্র প্রবেশ করে গিয়েছেন মীন রাশিতে। সেখানে তিনি ৩১ মে পর্যন্ত থা🀅কতে চলেছেন। গুরু রয়েছেন বৃষে। তিনি ১ মে রাশি পরিবর্তন করে মিথুনে যাবেন। তারফলে পরিবর্তন রাজযোগ তৈরি হবে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচ෴🍌াই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )