﷽ এবারের কেন্দ্রীয় বাজেট 'ইতিবাচক এবং একে স্বাগত...', এটি 'সমৃদ্ধিসূচক এবং অগ্রগামী...'! কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা বাজেটকে শনিবার সন্ধ্যায় এভাবেই প্রশংসায় ভরালেন বিহারের মুখ্যমন্ত্রী।
൩প্রসঙ্গত, এবারের কেন্দ্রীয় বাজেটে বিহারের জন্য অসংখ্য সুখবর দিয়েছেন নির্মলা। এমনকী, তিনি যে শাড়ি পরে বাজেট বক্তৃতা পেশ করেছেন, সেটিও তৈরি করেছেন বিহারের এক গুণী মধুবনী শিল্পী।
🎉এদিকে, বিহারে বিধানসভা নির্বাচন আসন্ন। ফলত, অন্য়ান্য রাজ্য - বিশেষ করে অবিজেপি সরকার দ্বারা পরিচালিত রাজ্যগুলি এই বাজেট নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। এবং স্বাভাবিকভাবেই একেবারে উলটো পথে হেঁটেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তবে, তিনি শুধুমাত্র রাজ্যের প্রশাসনিক প্রধানই নন। রাজ্য়ের শাসকশিবির জনতা দল (ইউনাইটেড) এবং বিজেপি জোটের প্রধান নেতাও বটে।
ಌনীতীশের মতে, এদিন নির্মলা সীতারামন যে কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন, তাতে আগামী দিনে বিহারের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে। আর সামগ্রিকভাবে সারা দেশ লাভবান হবে।
💯এবারের কেন্দ্রীয় বাজেটে করছাড় সংক্রান্ত যে ঘোষণা করেছেন নির্মলা সীতারামন, তারও ভূয়সী প্রশংসা করেছেন নীতীশ কুমার। এই বিষয়ে নিজের এক্স হ্যান্ডেলে হিন্দিতে পোস্টও করেছেনতিনি।
♈নীতীশ লিখেছেন, 'মধ্যবিত্ত শ্রেণি বিরাট স্বস্তি পেল। কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণের উচ্চসীমা বর্ধিত হয়ে ৫ লক্ষ টাকা পর্যন্ত হওয়ায় কৃষকরা অত্যন্ত উপকৃত হবেন। এবং ছোট উদ্যোগের ক্ষেত্রে ক্রেডিট গ্যারান্টির কভারেজ বাড়িয়ে ১০ কোটি টাকা করে দেওয়ার ফলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। গরিব, যুব, এবং কৃষকদের স্বার্থে আরও একাধিক পদক্ষেপ করা হয়েছে। এই সমস্ত প্রয়াসকে স্বাগত।'
🉐প্রসঙ্গত, কেন্দ্রের বর্তমান বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার টিকে থাকার ক্ষেত্রেও নীতীশ কুমারের জেডি(ইউ) এবং চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টির গুরুত্ব অপরিসীম। নিন্দুকেরা বলছেন, এর ফলে আগেই কেন্দ্রের কাছ থেকে একাধিক সুবিধা আদায় করে নিয়েছেন চন্দ্রবাবু। আর এবার মোদী সরকারকে সমর্থনের উপহার পেলেন নীতীশও!
🐻খুব স্বাভাবিকভাবেই এ নিয়ে সমালোচনা শুরু করেছে বিজেপিবিরোধী শিবির। আর সেই আক্রমণে সামনের সারিতে রয়েছে কংগ্রেস। বিষয়টি নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন দলের মুখপাত্র জয়রাম রমেশ। তাঁর মতে, এবারের কেন্দ্রীয় বাজেটে বিশেষ 'উপহার' পেয়েছে বিহার।
ꦆএকইসঙ্গে, কংগ্রেসের খোঁচা - শুধু বিহারের প্রতি কেন এত উদারতা দেখালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! এনডিএ-র বাকি শরিকদলগুলি কী অপরাধ করল যে তাদের এই বাজেটে নির্মমভাবে অগ্রাহ্য করা হল?