ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্ত বর্তমানে দেশীয় ক্রিকেটের অন্যতম সেরা কিপার। তিনি এবার ঋদ্ধিমান সা♕হার প্রতি নিজের ভালোবাসা ও সম্মান জানালেন। আসলে ঋদ্ধিমান সাহা সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
এই খবরের পরে নিজের ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তা পোস্ট করেছেন ঋষভ পন্ত। নিজের বার্তায় ৪০ বছর বয়সি বঙ্গ꧃সন্তান ঋদ্ধিমান সাহার অসাধার🌌ণ উইকেটকিপিং দক্ষতা এবং ভারতীয় ক্রিকেটে তাঁর অবদানের কথা তুলে ধরেন ঋষভ পন্ত।
ঋষভ পন্ত নিজের বার্তায় লিখেছেন, ‘একজন উইকেটকিপার হিসেবে আমি সবসময়ই আপনার দক্ষতা এবং কৌশলের প্রশংসা করেছি।’ এরপর পন্ত লেখেন,♌ ‘আপনার আগামী অধ্যায়ের জন্য অনেক শুভকামনা ও সুখী জীবন কামনা করি, ঋদ্ধিমান সাহা ভাই।
আরও পড়ুন… WPL 2025 খেলবেন না অ্যালিসা হিলি, বিশ্বকাপের পর সম্ভাব্য অবসর নিয়ে রাখলেন ধোঁয়া♉শা
ইডেন গার্ডেন্সে গার্ড অব অনার, আবেগঘন মুহূর্ত
ঋদ্ধিমান সাহাকে বিদায়ী সম্মান জানাতে রঞ꧑্জি ট্রফির ম্য💞াচে পঞ্জাবের বিরুদ্ধে দ্বিতীয় দিনে তাঁর বঙ্গ সতীর্থরা গার্ড অব অনার দেন। ইডেন গার্ডেন্সের এই মুহূর্তটি ঋদ্ধিমান সাহার বিদায়ী মরশুমকে আরও স্মরণীয় করে তোলে।
আরও পড়ুন… ICC Champions Trophy 2025 -তে বড় ভূমিকা পালন করবেন কোহলি ও রোহিত: গৌতম গম্ভীরের ভবিষ্যদ্বাণ🔜ী
ঋদ্ধিমান সাহার ক্রিকেটীয় উত্তরাধিকার
উইকেটের পিছনে দৃঢ় এক প্রহরী হিসেবে পরিচিত ঋদ্ধিমান সাহা তাঁর অসাধারণ কিꦿপিং দক্ষতার জন্য বিখ্যাত। ৪০টি টেস্ট ও ৯টি ওয়ানডেতে ভারতকে প্রতিনিধিত্ব করেছেন তিনি, যেখানে ১৩৫৩ আন্তর্জাতিক রান করেছেন ২৯.৪১ গড় নিয়ে। তাঁর দেশীয় ক্রিকেট কেরিয়ারও অনন্য। ৭,১৬৯ ফার্স্ট ক্লাস রান, গড়ে ৪৮.৬৮, যেখানে ১৪টি শতক ও ৪৪টি অর্ধশতক রয়েছে। গুরুত্বপূর্ণ মুহূর্তে তাঁর পারফরম্যান্স দলকে অনেকবার জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে।
আরও পড়ুন… ভিডিয়ো: মুম্বইয়ের রাস্তায় বল-ব্যাট ছাড়াই ক্রিকেট 🐽খেললেন ইংল্যান্ডের তারকা ব্যাটা♎র বেন ডাকেট
আইপিএলে ঋদ্ধিমান সাহার উজ্জ্বল উপস্থিতি
আইপিএলেও📖 ঋদ্ধিমান সাহার দারুণ সাফল্য রয়েছে। তিনি কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, পঞ্জা🌄ব কিংস, সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট টাইটান্সের হয়ে খেলেছেন।
তাঁর সেরা আইপিএল ইনিংস ছিল ২০১৪ সালের ফাইনালে, যেখানে তিনি কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে শতরান করেছিলেন। এছাড়া, ২০২২ সালে গুজরাট টাইটান্সের আইপিএল জয়ের সময় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ঋদ্ধিমান😼 সাহা।
ক্রিকেটকে বিদায় বার্তা
ঋদ্ধিমান সাহা আইপিএল ২০২৫ নিলাম থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন এবং রঞ্জি ট্রফির শুরুতেই জান🐷িয়েছেন, এটাই তাঁর শেষ মরশুম। তিনি এক্স (অতীতের টুইটার)-এ লিখেছেন, ‘ধন্যবাদ, ক্রিকেট। সকলকে ধন্যবাদ।’