গত বছর, উদ্যোক্তা এবং প্রাক্তন ভারত পে প্রতিষ্ঠাতা অশনীর গ্রোভার বিগ বস ১৮-এ অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন। তবে সেখানে সঞ্চালক তাঁর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন। যা মূলত হয়েছিল, সলমনকে নিয়ে অশনিরের করা কিছু মন্তব্যের উপর ভিত্🐭তি করে। এবার প্রাক্তন শার্ক ট্যাঙ্কের বিচারক সলমনকে কটাক্ষ করলেন বিগ বসে তাঁকে কটাক্ষ করার কারণে। এমনকী, ‘নাটক করার জন্য’ এমন মন্তব্য করতেও ছাড়লেন না।
সলমনকে পাল্টা আক্রমণ অশনীর গ্রোভারের
এনআইটি কুরুক্ষেত্রে ছাত্রছাত্রীদের ভরা কক্ষে ভাষণ দেওয়ার সময়, অশনীর গ্রোভার, যিনি সম্প্রতি নিজের রিয়েলিটি শো রাইজ অ্যান্ড ফল লঞ্চ করেছেন,♒ সলমনকে একহাত নেন ‘তাঁকে চেনেন না’ এমন মন্তব্য করার জন্য। ‘অহেতুক নাটক করে প্রতিযোগিতা সৃষ্টি করেছেন। আমাকে ডাকা হলে আমি শান্তিপূর্ণভাবে গিয়েছিলাম। এখন নাটক করার জন্য বলে দাও, আমি তো তোমার সঙ্গে কখনো দেখাই করিনি। বলে দাও, তোমার নামই শুনিনি, 𓃲আরে যদি না-ই চেনো, তাহলে ডাকলে কেন?’
তিনি আরও বলেন, ‘আরও এꦕকটা কথা বলি। তুমি যদি আমার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে, তাহলে আমার সঙ্গে দেখা না করে তোমার পক্ষে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া সম্ভব হত না। আমি নিজের হাতে সমস্ত কিছু চালিয়েছি। আমার মাধ্যমে ছাড়া কোনো কাজ হত না।’
সলমন খান যা বলেছিলেন
অশনীর ২০২৩ সালে ‘ভাগেরা ভাগেরা’ পডকাস্টে হাজির হয়েছিলেন এবং সলমনের সঙ্গে ছবি তোলার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার কথা বলেছিলেন। তিনি বলেন, সলমন খা🐼ন নাকি ৭.৫০ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন। কিন্তু অশ্নীর কথা বলার পরে নাকি তিনি ৪.৫০ কোটি টাকা পারিশ্রমিকে রাজি হন। শুধু তাই নয়, অশ্নীর জানিয়েছিল বৈঠক শেষে সলমনের সঙ্গে ছবি তুলতে চাইলে বাধা দেয়। আর সেই প্রসঙ্গ টেনে অশনীরের 𒁏মন্তব্য ছিল, ‘তুলব না আমি ছব! এ এমন কী বড় ব্যাপার!’
বিগ ꦯবস ১৮-এর একটি এপিসোডে অশনীরকে ডাকা হলে, সলমন রীতিমতো তাঁর উপর চড়াও হন এবং বলেন, ‘আপনাকে তো কোনওদিন আমি দেখিনি। আপনার সঙ্গে বৈঠকও হয়নি।’ অশনীর বলার চেষ্টা করেন তিনি ছিলেন। তাতে দাবাং অভিনেতা বলে ওঠেন, ‘হতে পারে আপনি ছিলেন সেই বৈঠকে আরও অনেকজনের সঙ্গে। তবে মোটেই𒅌 একা ছিলেন না আপনি। আর আপনার সঙ্গে ওই ধরনের কোনও কথাবার্তা হয়নি, যা আপনি দাবি করেছেন।’
এখানেও না ছেড়ে সলমন অশনীরের ক্লাস নিয়ে আরও বলেন, ‘আপনি এখন যে স্বরে আমার সঙ্গে কথা বলছেন, সেই ভিডিয়োয় কিন্তু সেই ভাবে কথা বলছিলেন না।’ এরপর সল♒মন খানের কাছে প্রকশ্যে ক্ষমা চান অশনীর গ্রোভার।