হিজাব মিছিল। এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বের হল হিজাব মিছিল। আন্তর্জা﷽তিক হিজাব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো এই হিজাব মিছিল বের হল। প্রথম আলো সহ বাংলাদেশের একাধিক সংবাদমাধ্য়মের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে।
শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে এই মিছিল শুরু হয়। ওই প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে মিছিলটি টিএসসি হয়ে রাসেল ট🍎াওয়ার ঘুরে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। সেখানে একটি সভাও হয়েছে।
প্রটেস্ট এগেন্সট হিজাবোফোবিয়া-ঢাকা🙈 ইউনিভার্সিটি নামে একটি সংগঠনের উদ্যোগে এই মিছিল বের করা হয়েছিল।
এদিনের সভায় পড়ুয়ারা জানিয়েছেন, আমরা অন্য়ান্য ক্ষেত্রে পোশাকের স্বাধীনতার কথা বলে থাকি, কিন্তু যখন হিজাবের কথা আসে তখন স্বাধীনতার সম্মানটা কেউ করে না। তাঁরা বলেন, হিজাব আমাদের অধিকার। আমাদের কাজ দিয়ে বিবেচনা করুন, পোশাক দিয়ে🍌 নয়।&nbsℱp;
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মিশকাতুল জান্নাত বলেন, যেকোনও বিষয়ে জানার জন্য আমাদের তার পেছনের ইতিহাস জানা সব থেকে জরুরী। আমরা যেমন দেখেছি জুলাই অভূত্থানের মাত্র কয়েকমাসের মধ্য়ে বিভিন্ন প্রকার প্রোপাগান্ডার শিকার হয়েছি, ইতিহাস বিকৃত করা হচ্ছে। তাই আমরা যদি আমাদের ইতিহাস না জানি তাহলে এই হিজাব ডে আস্তে আস্তে হারিয়ে যাবে।
স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ নামে একটি সংগঠন এই মিছিলের অন্য়তম আয়োজক। সেই সংগঠনের আহ্বায়ক জামালউদ্দিন খালেজ সাংবাদিকদের বলেন, যাঁরা ফ্যাসিবাদের আমলে হিজাব নিকাব পরিধান করেছেন তাঁরা বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়েছে𒁃ন। শুধু হিজাব নিকাবই নয়, যাঁরা দাড়ি টুপি পরতেন তাঁরাও বৈষম্যের শিকার হয়েছেন। পাশ্চাত্যের বাসিন্দারা এগুলোকে একধরনের জঙ্গিবাদের চিহ্ন বলে উপস্থাপন করেন। এই সংস্কৃতি থেকে বের হয়ে আসার জন্যই মূলত আমাদের এই প্রচেষ্টা। জানিয়েছেন ওই সংগঠনের আহ্বায়ক।
এদ🃏িকে সূত্রের খবর, এর আগেও হিজাব দিবস পালিত হয়েছে। তবে অনেকের মতে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে হিজাব মিছিল এই প্রথম।
এদিকে বিগত দিনে ইরানে শুরু হয়েছিল হিজাব বিরোধী আন্দোলন। এনিয়ে অশান্তি কম কিছু হয়নি। সেই সময় দেখা গিয়েছিল ঘেরাটোপ থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন ইরানের বহু মহিলা। আরও তীব্র হচ্ছিল হিজাব বিরোধী আন্দোলন। কার্যত সেই সময় দ্বিধাবিভক্ত হয়েছিল ইরানের নারীরা। একদল হিজাবের পক্ষে আওয়াজ তুলছিলেন। বলছেন মাই হিজাব মাই স্টাইল। আর অপরপক্ষ হিজাবের 💮বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। তবে এবার বাংলাদেশে একেবারে বিশ্ববিদ্যালয় চত্বরে বের হল হিজাব মিছিল।