আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে হলেও, ৭ ফে๊ব্রুয়ারি থেকেই ভালোবাসার সপ্তাহের সূচনা হয়ে যায়। ৭ ফেব্রুয়ারি গোলাপ দিবস হিসেবে পালিত হয়। এদিন প্রিয় মানুষকে গোলাপ দেওয়ার চল রয়েছে।
তবে গোলাপ দেওয়ার সময় মনে সন্দেহ থে𝓡কেই যায়, যে সেই মানুষটিও আপনাকে পছ্ন্দ করে বা ভালোবাসে কিনা। আবার গোলাপ দেওয়ার পর তাঁর কাছ থেকে উত্তরে হ্যাঁ শোনা যাবে কিনা, সেই দুশ্চিন্তাও থাকে মনের মধ্যে। জ্যোতিষ জানাচ্ছে, এক্ষেত্রে রাশি মেনে গোলাপ ও উপহার দিলে সুফল লাভ করা যাবে। কোন রাশির জাতকদের কোন রঙের গোলাপ ও কেমন উপহার দেবেন, জেনে নিন—
মেষ- এই রাশির জাতকদের কমলা, সিঁদুর রঙের গোলাপ ও এই রঙের গ্রিটিংস কার্ড বা কোনও বস্তু উপহারে 🐬দিতে পার♌েন। সঙ্গীর সঙ্গে দেখা করতে যাওয়ার আগে বজরংবলীকে এই রঙের ফুল অর্পণ করুন।
বৃষ- সাদা বা অন্য হালকা রঙের ফুল ও উপহার হিসেবে এই রঙꦑেরই বস্তু দিতে পারেন। দেখা করার আগে সরস্বতীকে এই রঙের ফুল অর্পণ করতে ভুলবেন না।
মিথুন- পাতা-সহ ফুল উপহার দিন মিথুন রাশির জাতকদের। সবুজ রং এই রাশির জন্য উপযুক্ত। তাই এই༒ রংটি উপহারে সাম🌜িল থাকা জরুরি। প্রথমে শাকম্ভরীকে এই ফুল অর্পণ করবেন।
কর্কট- সাদা বা লাল রঙের ফুল ও এই 🥃রঙের কার্ড অথবা বস্তু উপহার দেবেন এই রাশির জাতকদের। সঙ্গীর সঙ্গে দেখা করতে যাওয়ার আগে দেবী লক্ষ্মীকে এই ফুল অর্পণ করুন।
সিংহ- লাল, 🌜কমলা, মেরুন রঙের ফুল এই রাশির জাতকদের উপহার দেওয়া উচিত। দেখা করতে যাওয়ার আগে রাম-সীতাকে এই রঙের ফুল অর্পণ করবেন।
কন্যা- সাদা, টিয়া সবুজ, সবুজ রঙের ফুলের তোড়া উপহার দিন এই রাশির জাতকদের। তবে তাঁদের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে দেবী অন্নপূর্ণ෴াকে এই রঙের ফুল অর্পণ করতে ভুলবেন না।
তুলা- সাদা☂, ক্রিম বা হালকা রঙের ফুল ও বস্তু উপহার দেওয়া উচিত। দেবী ল𒅌ক্ষ্মীকে এই রঙের ফুল অর্পণ করবেন।
বৃশ্চিক- লাল ও কমলা রঙ এই রাশির জাতকদের প্রিয়। এই রঙের ফুল ওꦫ উপহার দেওয়া শ্রেয়। প্রিয় মানুষের আগে গণেশকে এই রঙে🔥র ফুল অর্পণ করুন।
ধনু- হলুদ বা ক্রিম রঙের ফুল উপহার দিন ধনু জা🌠তকদের। শিবকে এ♏ই ফুল অর্পণ করলে সুফল পাবেন।
কুম💫্ভ- সাদা, আকাশী বা নীল রঙের ফুল ও বস্তু ✱উপহার দিন। শনিকে এই রঙের ফুল অর্পণ করুন।
মীন- লাল, হলুদ, ক্রিম বা কমলা রঙ ভালোবাসেন এই রাশির জাতকরা। মীন জাতকদের এই রঙের ফুল বা বস্তু উপহার 𓆏দেওয়া উচিত। দুর্গাকে এই ফুল অর্পণ করতে ভুলবেন না।