পয়লা বৈশাখ দিয়ে শুরু হয়েছে বাঙালির পার্বনের পর্ব। এরপরই রয়েছে জ্যৈষ্ঠের জামাইষষ্ঠীর উৎসব। আর আদরের জামাইকে এই বিশেষ দিনে কোন নতুনত্বে ভরিয়ে দেওয়া যায় তার প্রস্তুতিতে ইতিমধ্যেই রয়েছেন ಞবহু শাশুড়িরা! তবে তার আগে দেখে নেওয়া যাক ২০২২ সালের জামাইষষ্ঠী কবে পড়েছে, জেনে নেওয়া যাক এই উৎসব ঘিরে কিছু রীতিনীতি।
২০২২ সালের জামাইষষ্ঠী কবে পড়েছে?
আম, কাঁঠালের সমাহারে জামাইকে আদর করে আসন পেতে বসিয়ে, কুলোর বাতাস দিয়ে খাওয়ানোর চিরাচরিত রূপ বহু বাঙালি বাড়িতে এখনও দেখা যায়। সাবেকিয়ানা ও ঐতিহ্যের এই উৎসব ২০২২ সালে ৫ জুন পড়ছে। ৫ জুন অর্থাৎ বাংলা সাল অনুযায়ী ২১ জ্যৈষ্ঠ রবিবার এই বিশেষ উৎসব পালিত হতে চলেছে। ফলে যে শাশুড়িরা জামাইষষ্ঠীর অপেক্ষায় রয়েছেন, তাঁদের প্রস্তুতির মাঝে রয়েছে মাত্র ১ সপ্তাহ সময়। গর্ভবতী꧟ মহিলাদের জন্য দারুর উপকারি নারকেলের জল! জানুন গুণাগুণ
জামাইষষ্ঠী কখন পড়ছে?
৪ জুন রাত ১.০৭ মিনিট থেকে পড়ছে জামাইষষ্ঠী। ৫ জুন রাত ২.২২ মিনিট পর্যন্ত থাকছে জামাইষষ্ঠীর তিথি। শুধু জামাইকেই নয়, সন্তানসম প্রত্যেক স্নেহের মানুষের জন্যই এই তিথিতে মাতৃ স্থানীয়রা উপবাস রেখে আসেন। সন্তানের মঙ্গল কামনায় চলে ষষ্ঠীর ব্রত পালন করে থাকেন। ফ্রিজে থাকা রসগোল্লা দিয়ে নিমেষে এই 'চাট' বানিয়ে ফেলুন বাড়িতে ! মন মজবে 🌌অতিথির