Kartik Purnima 2024: কার্তিক পূর্ণিমা ২০২৪ তিথি আর কতক্ষণ থাকবে? বিরল শুভ যোগে লাকি তুলা সহ বহু রাশি
2 মিনিটে পড়ুন Updated: 15 Nov 2024, 01:00 PM ISTকার্তিক পূর্ণিমা তিথি ঘিরে উৎসবের আবহ।
কার্তিক পূর্ণিমা তিথি ঘিরে উৎসবের আবহ।
রাসযাত্রা ২০২৪ ঘিরে আজ দিকে দিকে উৎসবের রেশ। এদিকে, আজ শুক্রবার কার্তিক💜 পূর্ণিমার তিথিতে রয়েছে গুরু নানক জয়ন্তী। এমন শুভ দিনে অনেকেরই পূর্ণিমা তিথি ঘিরে কৌতূহল রয়েছে। দেখে নেওয়া যাꩲক আজ কার্তিক পূর্ণিমার তিথি কতক্ষণ থাকবে? পূর্ণিমা তিথিতে স্নান ও দানেরও রয়েছে মাহাত্ম্য। দেখে নেওয়া যাক, কার্তিক পূর্ণিমা তিথি ২০২৪ কতক্ষণ থাকবে।
বিশুদ্ধ সিদ্ধান্ত মতে সেদিন ২৯ কার্তিক বা ১৫ নভেম্বর শুক্রবার সকাল 🌼৬ টা ২১ মিনিট থেকে তিথি শুরু। তিথি শেষ হবে ২৯ কার্তিক, শুক্রবার ১৫ নভেম্বর রাত ২ টো ৫৯ মিনিটে। আবার গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ১৪ নভেম্বর বৃহস্পতিবার ভোর ৫ টা ১৩ মিনিট ৩১ সেকেন্ড থেকে শুরু।তিথি শেষ হ❀বে ২৯ কার্তিক শুক্রবার, অর্থাৎ ১৫ নভেম্বর রাত ৩ টে ২ মিনিট ৩৯ সেকেন্ড পর্যন্ত রয়েছে এই পূর্ণিমা তিথি।
আজ কার্তিক পূর্ণিমার তিথিতে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। এই সময়ꦉকালে বহু শুভ যোগ তৈরিল হচ্ছে। ফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। কোন কোন রাশি লাভবান হবেন, দেখা যাক।