Ketu in Uttra Phalguni nakshatra: সোমবার ২ ডিসেম্বর কেতু উত্তরা ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করেছে। কেতুর নক্ষত্র পরিবর্তন এবং এর গতিবিধি পরিবর্তনের কারণে, ৩ রাশির ভাগ্য উজ্জ্বল হতে পারে এবং আর্থিক লাভের কারণে তাদের না হওয়া কাজ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আসুন জেনে নিই এই সৌভাগ্যবান রাশিগুলো সম্পর্কে।