হাতে ♊মাত্র আরও কয়েকদিন, তারপরই দুর্গাপুজো। এ বছর ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে দুর্গাপুজো ও নবরাত্রি। শেষ হবে ২৫ অক্টোবর। বিশ্বব্যাপী এই উৎসব পালিত হয়। ৫ দিনের এই উৎসবটি বাঙালিদের সবচেয়ে বড় উৎসব। এখানে জানুন নবরাত্রি ও দুর্গাপুজোর নির্ঘ🍷ণ্ট।
শরৎ নবরাত্রি ২০২০
১৭ অক্টোবর- প্রতিপদা, ঘটস্থাপন, শৈলপুত্রী পুজো।
১৮ꦍ অকꦺ্টোবর- দ্বিতীয়া, চন্দ্র দর্শন, ব্রহ্মচারিণী পুজো।
১৯ অক্টোবর- তৃতীয়া, সিঁদূর তৃতীয়া, চন্দ্রঘণ্টা ๊পুজো꧟।
২০ অক্টোবর- চতুর💞্থী, কুষ্মণ্ডা পুজো, বিনায়ক চতুর্থী, উপাঙ্গ ললিত ব্রত।
২১ অক্টোবর- পঞ্চম𝐆ী, স্কন্ধমা💫তা পুজো, সরস্বতী আবাহন।
২২ অক্টোবর- ষষ্ঠী, কাত্যায়নি পুজো, সরস্বতী পুজো।
২৩ অক্টোবর- সপ্তমী, কালরাত্রি পুজো।
২৪ অক্টোবর- অ🎃ষ্টমী, দুর্গাষ্টমী, মহাগৌরী পুজো, সন্ধি পুজো, মহানবমী।
২৫ অক্টোবর- নবমী, আয়ূধ পুজো, নবমী যজ্ঞ, নবরাত্রি ব্রত꧙ভঙ্গ, বিজয়াদশমী।
২৬ অক্টোবর- দশমী, দুর্গা বিসর্জন।
দুর্গাপুজো ২০২০
২১&n🐼꧒bsp;অক্টোবর- পঞ্চমী, কার্তিক ০৪, ১৪২৭, বিল্ব নিমন্ত্রণ, কল্পারম্ভ, অকাল বোধন, আমন্ত্রণ ও অধিবাস।
২২ অক্টোবর- ষষ্ঠী,🌸 কার্তিক ღ০৫, ১৪২৭, নবপত্রিকা পুজো, কলাবউ পুজো।
২৩ অক্টোবর- সপ্তমী, কার্তিক ০৬, ১৪২৭
২৪ অক্টোবর- অষ্টমী, কার্তিক ০৭, ১৪২৭, দুর্গাষ্টমী, কুমারী পুজো, সন্ধি 🃏পুজো, মহানবমী।
২৫ অক্টোবর💃- নবমী, কার্তিক ০৮, ১৪২৭, মহানবমী, বলিদাꦿন, নবমী যজ্ঞ, বিজয়াদশমী।
২৬ অক্টোবর- দশমী, কার্তিক ০৯, ১৪২৭🎀, দুর্গা বিসর্জন, বিজয়াদশমী, সিঁদূর খেলা।