বাংলা নিউজ > ভাগ্যলিপি > Lakshmi Puja Timing: ক’টার মধ্যে সেরে ফেলতে হবে লক্ষ্মীপুজো? কী বলছে পঞ্জিকামত
Kojagori Lakshmi Puja 2024: ♒দুর্গা পুজোর দশমী পেরোলেই শুরু হয়ে যায় মা লক্ষ্মীকে ঘরে আনার তোড়জোড়। তবে এবারের দুর্গা পুজোর মতোই লক্ষ্মী পুজোতেও দিন তারিখ ও তিথি নিয়ে সমস্যা দেখা দিয়েছে। দুর্গা পুজোর সময় ঠিক কখন অষ্টমী ও নবমী পড়ছে, তাই নিয়ে সংশয় তৈরি হয়েছিল। আর লক্ষ্মী পুজোয় সংশয় তৈরি হয়েছে পূর্ণিমা নিয়ে। পূর্ণিমা তিথি কখন থেকে শুরু হচ্ছে, আর কখন শেষ হচ্ছে, সেই নিয়েই মূল সংশয়। তাহলে ঠিক কোন লগ্নে পুজো করা শুভ? জেনে নেওয়া যাক এই ব্যাপারে কী বলছে প্রচলিত পঞ্জিকা।
আরও পড়ুন - ꦛলক্ষ্মীপুজোর ভোগে সবজি দিয়ে বানিয়ে নিন এই স্পেশাল খিচুড়ি, রইল রেসিপি
কবে থেকে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি?
🗹ক্যালেন্ডার বলছে, এই বছর লক্ষ্মী পুজোর লগ্ন দুই দিন ধরে থাকছে। কোনও ১৬ ও ১৭ অক্টোবর দুটো দিনকেই পুজোর দিন বলে গণ্য করা হচ্ছে। তবে জ্যোতিষশাস্ত্রমতে কোজাগরী লক্ষ্মী পুজোর লগ্ন ১৬ অক্টোবর থেকে শুরু হয়ে যাচ্ছে। ১৬ অক্টোবর রাত থেকেই শুরু হয়ে যাচ্ছে পূর্ণিমা তিথি। আর পূর্ণিমা তিথি শুরু হয়ে যাওয়া মানেই লক্ষ্মীপুজোর ক্ষণ শুরু হয়ে যাওয়া। এবারে জেনে নেওয়া যাক পূর্ণিমা তিথির বিশদ সময় নিয়ে কী বলছে পঞ্জিকা (Kojagori Lakshmi Puja 2024 Purnima Timings)।
গুপ্তপ্রেস পঞ্জিকার মত
ꦗগুপ্তপ্রেস পঞ্জিকার মতে, কোজাগরী লক্ষ্মী পুজোর দিন পূর্ণিমা তিথি শুরুহচ্ছে ১৬ অক্টোবর সন্ধ্য়ে ৭ টা ৪২ মিনিট ৩৭ সেকেন্ডে। অন্যদিকে পূর্ণিমা তিথি শেষ হচ্ছে, ১৭ অক্টোবর বিকেল ৫ টা ১৭ মিনিট ৩৬ সেকেন্ডে।আরও পড়ুন - 🧔মা লক্ষ্মীর আশীষে ঘুচে যাক দুঃখ, কোজগরী পূর্ণিমার শুভেচ্ছা জানান প্রিয়জনদের
বিশদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার মত
🌱বিশদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার মতে, ১৬ অক্টোবর রাত ৮ টা ৪১ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আর ১৭ অক্টোবর বিকেল ৪ টে ৫৬ মিনিটে তা শেষ হচ্ছে।