আজ মহালয়া। গঙ্গার ঘাটে ঘাটে চলছে তর্পণ। পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান করা হয়ে থাকে এই দিন। মনে করা হয় স্বর্গলোক থেকে এই বিশেষ তিথিতে পূর্বপুরুষরা আসেন জল নিতে। পূর্বপুরুষদের জন্য এই দিনে তর্পণ করতে মূলত পুরুষদের দেখা যায়। কিন্তু মহিলারাও কি পারেন তর্পণ করতে🎶?
পিতৃপক্ষ কবে থেকে কবে পালিত হয়?
ভাদ্র মাসের পূর্ণিমা থেকে আশ্বিন মাসের অমাবস্যা পর💧্যন্ত চলে পিতৃপক্ষ। এই সময় পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান করা হয়। একটি শিশু যখন ভূমিষ্ট হয় তখন তাঁর উপর তিনটি ঋণ বর্তায়। এই তিনটি হল পিতৃ ঋণ, দেব ঋণ এবং ঋষি ঋণ। এর মধ্যে পিতৃ ঋণ স🧔বথেকে জরুরি। সেই ঋণ থেকে পূর্বপুরুষদের মুক্ত করতেই তর্পণ করা হয়ে থাকে।
মহিলারা কি তর্পণ করতে পারেন?
কিন্তু কারা তর্পণ করতে পারেন? যদিও পুরুষদেরই মূল𝐆ত তর্পণ করতে দেখা যায় তবে মহিলারাও কিন্তু চাইলে তর্পণ করতে পারেন। শাস্ত্র তাঁদের সেই অধিকার দিয়েছে। এমনকি ছেলে না থাকলে ভাইয়ের আগে মৃত ব্যক্তির স্ত্রী শ্রাদ্ধ করতে পারেন। শুধু তাই নয়, মৃত ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিল এমন যে কোনও ব্যক্তিই তাঁর শ্রাদ্ধ করতে পারেন। কথিত আছে রাম♛ায়ণে যখন দশরথ মারা যান তখন সীতাই তাঁর পিণ্ডদান করেন। কেবল রামায়ণ নয়, মহাভারতেও মহিলাদের তর্পণ করতে দেখা যায়।
আরও পড়ুন: হবিষ্য𒅌ি খেয়ে শুটিং করতেন, পর্দার দুর্গা হয়ে উঠতে কী কী করতেন 'মহিষাসুরমর্দিনী' সংযুক্তা
আরও পড়ুন: ⛄মহালয়াতেই শুরু উৎসবের আমেজ, পুজোর আগাম বার্তা পাঠিℱয়ে দিন প্রিয়জনদের
যে ব্যক্তি মারা যাচ্ছেন তিনি যদি অবিবাহিত হন তাহলে তাঁর মা বা বোন তর্পণ করতে পারেন। অন♛েক শাস্ত্রকার জানিয়েছেন যে কোনও শাস্ত্রেই মহিলারা তর্পণ করতে পারবেন 🅠না এই কথা লেখা নেই।
হিন্দু ধর্ম অনুযায়ী মনে করা হয় পিণ্ডদান করলে আত্মা নরক যন্ত্রণা থღেকে মুক্তি পায়। কাক যদি এসে সেই পিণ্ড খেয়ে যায় তাহলে মনে করা হয় পূর্বপুরুষদের আত্মা সেটা ꦜগ্রহণ করল। এবং শান্তি পেল।