বৈদিক জ্যোতিষ শাস্ত𝓀্রে মঙ্গলকে নিষ্ঠুর গ্রহ মনে করা হয়।ꦏ ১৭ অগস্ট সন্ধে ৭টা নাগাদ সিংহ রাশিতে গোচরের সময় পশ্চিমে অস্ত হয়েছে। এর পর ২৯ নভেম্বর সকাল ৬টা ০৩ মিনিটে পূর্বে উদয় হবে। ৬ সেপ্টেম্বর অস্ত অবস্থাতেই কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল। ফলিত জ্যোতিষ ramঅনুযায়ী গ্রহ অস্ত যাওয়ার অর্থ, তার পূর্ণ প্রভাব পৃথিবীবাসীর ওপর না-পড়া অথবা সেই গ্রহের পূর্ণ প্রভাব থেকে বঞ্চিত থেকে যাওয়া। মঙ্গলকে সাহস ও পরাক্রমের কারক গ্রহ মনে করা হয়। মঙ্গল অস্ত যাওয়ার ফলে কাদের জীবনে চ্যালেঞ্জ দেখা যাবে, জেনে নিন—
মেষ- মঙ্গল এই রাশির অধিপতি। মঙ্গল অস্ত যাওয়ার ফলে এই রাশির জাতকদের সমস্যায় পড়তে হতে পারে। নিজের কথা অন্যের সামনে পেশ করতে পারবেন না। আত্মবিশ্ဣবাস দুর্বল হতে পারে। কোনও কাজ শুরুর আগে বড়দের পরামর্শ নিতে ভুলবেন না।
সিংহ- বর্তমানে সিংহে বিরাজমান থেকেই অস্ত গিয়েছে মঙ্গল। এ সময় সিংহ রাশির জাতকদের নানান সমস্যার সম্মুখীন হতে হবে। তবে খুব সহজে এই সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন। তবে অস্ত মঙ্গলের অধিক প্রতিকূল প্রভাব সিংহ রাশির জাতকদের জীবনে💝 পড়বে না।
কন্যꦕা- 💃আপনার সাহস ও পরাক্রমে অভাব পরিলক্ষিত হবে। এ সময় কোও ঝুঁকিপূর্ণ কাজ করবেন না। না-হলে ক্ষতি হতে পারে। আর্থিক বিষয় সতর্ক থাকুন।
বৃশ্চ✨িক- অস্ত মঙ্গলের কারণে এই রাশির জাতকদের জীবনে নানান চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। বিবাদ এড়িয়ে যান। সমাজে আপনার মান-প্রতিষ্ঠা আহত হতে পারে। কর্মক্ষেত্রে সাবধানে ও সতর্ক থাকুন।
কুম্ভ- জীবন🐈ে সমস্যার সম্মুখীন হতে পারেন এই রাশির জাতকরা। জীবনসঙ্গীর সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। ব্যবসায়ীরা অগ্রসর হওযার চেষ্টা করুন।
তুলা- মঙ্গল অস্ত হওয়ার ফলে অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত এই রাশির জাতকদের দাম্পত্য জীবনে সমস্যার মুখোমুখি হতে হবে। এ সময় আঘাত লাগতে পারে। গাড়ির চালানোর সময় সাব༺ধানতা অবলম্বনꦺ করুন।