বৈদিক জ্যোতিষমতে নানান সময়ে পরিবর্তন হয় গ্রহদের রাশির। শুধু রাশি নয়। গ্রহদের অবস্থানেরও পরিবর্তন হতে থাকে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে থাকেন। আসন্ন সময়ে বুধ আর দেবগুরু বৃহস্পতি তৈরি করতে চলেছেন এক বিশেষ ত্রিএকাদশ যোগ। সঙ্গে তৈরি হবে লাভ দৃষ্টি যোগ। তার প্রভাব সোজা গিয়ে পড়বে ജএকাধিক রাশির জাতক জাতিকাদের ওপর। কারা হবেন লাকি, তার হদিশ দিয়েছে জ্যোতিষমতে রাশিফল। কোন কোন রাশি লাকি হবে? তা দেখে নেওয়া যাক। জানা যাক, এই যোগ কবে আসছে?
বৃষ
এই সময় লাভের বিশেষ যোগ তৈরি হবে। ফলে মাঝে মধ🍒্যেই হঠাৎ করেই ধনলাভ হবে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে চলেছেন, তাঁদের জন্য সময়টি খুবই ভালো। কোনও সম্পত্তি থেকে লাভ হতে পারে। পারিবারিক বিবাদ মিটতে পারে। ব্যবসা আর কেরিয়ারে হবে বড় লাভ। ব্যবসায় বিস্তারের সম্ভাবনা প্রবল।
কর্কট
চাকরিরতদের এই সময় রয়েছে উন্নতির যোগ। বুধ, গুরুর লাভদৃষ্টি যোগে মে মাসে এই রাশির জাতক জাতিকারা তুমুল লাভের অধিপতি হবেন। বন্ধুদের সহযোগিতা পাবেন সব দিক থেকে। শুরু হ✤তে পারে নতুন কোনও সম্পর্ক। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাঁরা অংশ নিচ্ছেন, তাঁরা পেতে পারেন সুখের দেখা। দেশ বিদেশে কোথাও যাত্রা করতে পারেন।
মকর
এই সময় পার্টনারশিপের কাজে লাভ আসতে পারে। কোনও গুরুত্বপূর্ণ জিল সম্পন্ন করতে প🗹ারেন। যা দীর্ঘ দিন ধরে আটকে ছিল, সেই ব্যবসায়িক ডিল সম্পন্ন করতে পারেন। বিবাহিতদের দাম্পত্য জীবনে আসবে ♕সুখ। জীবনসঙ্গীর উন্নতি নিজের চোখে দেখতে পেতে পারেন। যাঁরা অবিবাহিত, তাঁদের বিয়ের প্রস্তাব আসবে।
কবে রয়েছে যোগ?
এই যোগ, মে মাসে শুরু হচ্ছে।🌱 মে মাসের ৫ তারিখে এই যোগ তৈরি হবে। ৬০ ডিগ্রির কৌণিক স্থিতিতে এই যোগ তৈরি হবে। তারফলেই একাধিক রাশির জাতক জাতিকারা সুখের রাস্তা দেখতে চলেছেন।