Mercury saturn conjunction: শনি-বুধ দ্বারা গঠিত কেন্দ্র দৃষ্টি যোগ, যা ৩ রাশির জীবনে নিয়ে আসবে নতুন সুযোগ Updated: 04 Dec 2024, 01:00 AM IST Anamika Mitra Mercury saturn conjunction: ৭ ডিসেম্বর শনি বুধ একে অপরের দিকে ৯০ ডিগ্রি কোণে চলে যাবে, যার ফলে কেন্দ্র দৃষ্টি যোগ গঠিত হচ্ছে, যার কারণে ৩ রাশির লোকেরা উপকৃত হতে পারে। আসুন জেনে নিই সে সম্পর্কে। ।