বাংলা ১৪ এপ্রিল চৈত্র সংক্রান্তি পালনে ব্যস্ত থাকবে। নানান ধরনের আচার, রীতি মেনে চৈত্র মাসের শেষ দিনে নীল উৎসবকে কেন্দ্র করে চড়কের মেলা ঘিরে মেতে থাকে বাঙালি। আবার বাংলার বাইরে এই সংক্রান্তি মেষ সংক্রান্তি নামে পরিচিত। দেখে নেওয়া যাক মেষ সংক্রান্তি কখন পড়ছে? নতুন বছ🔴রের প্রতিটি দিন ভাল কাটাতে এই সংক্রান্তিতে কী কী করণীয় দেখে নিন।
রবির প্রবেশ মেষে
১৪ এপ্রিল সূর্য মে🍨ষ রাশিত প্রবেশ করছে। সংক্রান্তির হিসাবে এরপর থেকেই 🧔শুরু হয়ে যায় বৈশাখ মাস। আর বৈশাখের সঙ্গে সঙ্গেই বাংলা নতুন বছরের আনন্দে মেতে ওঠে।
সংক্রান্তি কখন পড়ছে?
১৪ এপ্রিল সকাল ৮ টা ৫৬ মিনিটে পড়ছে সඣংক্রান্তি। সেই সময়কালে সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে। আর সেই সময়ই সংক্রান্তির সময়কাল। মেষ সংক্রান্তির পূণ্যকাল হল ৭ ঘণ্টা ১৫ মিনিটের সময়কাল। ফলে ভোর ৫ টা ৫৭ মিনিট থেকে দুপুর ১ টা ১২ মিনিট পর্যন্ত এই সময়কাল থাকবে। মেষ সংক্রান্তির মহাপূণ্যকাল ৪ ঘণ্টা ১♍৬ মিনিট থাকবে। সকাল ৬ টা ৪৮ মিনিট থেকে ১১ টা ০৪ মিনিট পর্যন্ত থাকবে এই সময়কাল।
নতুন বছর ভাল কাটাতে কী কী করণীয়?
শাস্♕ত্রবিদরা বলছেন, মেষ সংক্রান্তির দিন, প্রথম চার ঘণ্টা আর পরের চার ঘণ্টা হল পূণ্যকাল। সেইꦕ সময় দুঃস্থদের কিছু দান করলে মেলে কাঙ্খিত ফলাফল। সেদিন ভোরে সূর্যের পুজো করে, গুড় আর ছাতুর প্রসাদ দান করে মেলে পূণ্য। শাস্ত্রজ্ঞরা বলছেন, এতে নতুন বছর ভাল কাটবে।