আমাদের দৈনন্দিন জীবনে পছন্দ-অপছন্দের ওপরেই নির্ভর করে আমাদের চরিত্র। সারাদিনের খাওয়া-দাওয়া, বেড়ানো, থেকে পছন্দের জামা কাপড়, সবই আমাদের চরিত্রের দিক নির্দেশ করে। তাছাড়া প্🉐রাকৃতিক বিষয়ে নানা রকম পছন্দ-অপছন্দ জানিয়ে দেয় যে সেই মানুষটি ঠিক কেমন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে আমাদের মানসিকতার ওপরেও চন্দ্রের দশা উ🐬ল্লেখযোগ্য প্রভাব ফেলে। আজ
মকর: ঘরে এবং বাইরে আগের চাইতে প্রতিকূল অবস্থা তৈরি হবে এবং আপনি নিজেই এর প্রভাব বোধ করবেন, প✤রিস্থিতি আগের থেকে প্রতিকূল হলে শরীর এবং মন অনেকটাই ভারাক্রান্ত হবে। গুপ্ত শত্রুর প্রভাব বৃদ্ধি হতে পারে, অর্থযোগ অশুভ থাকবে।
কুম্ভ: অষ্টমা চন্দ্রের দশায় কর্মস্থলে সাফল্য-সুনাম বৃদ্ধি করা কঠিন হবে এবং মানসিক উত্তেজনা বাড়তে পারে। হঠাৎ ভ্রমণের যোগ রয়েছে, কিন্তু এই কঠিন সময়ে ভ্রমণে না যাওয়াই শ্রেয়। অর্থ উপার্জন এই সময় কঠিন হবে। ❀বিদ্যা চর্চায় এই সময়টি বিশেষভাবে অশুভ🏅।
মীন: কর্ম বিষয়ে অনেক নতুন পরিকল্পনা বাস্তবায়িত হতে বাধা পড়তে পারে। শিক্ষার্থীদের জন্য এটি খুব একটি শুভ সময় নয়। সম্পত্তি ক্রয় বিক্রয়ের যোগ প্রবল থাকলেও গুপ্ত 🌌শত্রুর কারণে বাধাপ্রাপ্ত হবে। ব্যথা বেদনার মাধ্যমে দেহ সুখের অভাব দেখা দেবে।
বিশেষজ্ঞ: মনোজিৎ দে সরকার
যোগাযোগ: 8777679776