যুগের পরিবর্তনে জৌলুস কমেছে। ক🦩িন্তু এখনও লাল রঙের হিসাবের ♚খাতা ছাড়া যেন অসম্পূর্ণ থেকে যায় পয়লা বৈশাখ। বাংলা নববর্ষের প্রথম দিনে নয়া খেরোর খাতায় ব্যবসার নাম তোলা হয়। হয় হালখাতার উৎসব।
হালখাতার উৎসব কেন?
বাংলার নবাব মুর্শিদকুলি খানের আমল থেকে হালখাতার উৎসব শুরু হয়। ব্যবসায়ীদের মধ্যে সূচনা হয় হালখাতার উৎসবের। বিশেষজ্ঞদের বক্তব্য, 'হাল' কথার অর্থ হল নতুন। নববর্ষে নয়া খাতায় ব্যবসার হিসার তোলার যে নিয়ম পালন করা হত, সেটাই ‘হালখাতা’ হඣিসেবে পরিচিত ছিল। পরবর্তীতে সেই হিসাবের লাল খাতা বা খেরো খাতার নাম ‘হালখাতা’ﷺ হয়ে যায়।
হালখাতা লেখার সময়
প্রতি বছর নব𓂃বর্ষে অমৃতযোগে হালখাতা লেখা হয়ে থাকে। সেইসময় বিভিন্ন ধরনের শুভকর্ম সম্পন্ন হয়। পঞ্জিকা অনুযায়ী, এবার নববর্ষে চারটি সময় হালখাতা লেখা যাবে। বেণীমাধব শীল🍃ের পঞ্জিকা অনুযায়ী, এবার নববর্ষে কখন হালখাতা লিখবেন, তা দেখে নিন -
১) সকাল ৭ টা ৪০ মিনিট থেকে সকাল ৮ টা ২৯ মিনিট।
২) বেলা ১২ টা ৫১ মিনিট থেকে দুপ🍨ুর ২ টো ৩৪ মিনিট।
৩) বিকেল ৪ টে ১৮ মিনিট থেকে বিকেল ৫ টা ৫৪ ম♚িনিট।
৪) রাত ১০ টা🌄 ২৭ মিনিট থেকে রাত ১১ টা ১১ মিনিট।
আরও পড়ুন: Poila Boishakh Chut🍰ney Recipe: পয়লা বৈশাখে শেষ পাতে চাটনি খাবেন নিশ্চয়ই? জেনে নিন সহজ রেসিপ🧔ি
আরও পড়ুন: Aam Mutton: নববর্ষে আম আর মটন দিয়ে বানিয়ে ফেলুন এই জিভে জল আনা পদ, গর🦄ম ভাতে জমে যাবে