রাখি শুধু এবার ১১ই অগস্টই নয়, তার সঙ্গে ১২ অগস্টও রয়েছে। ফলে রাত পোহালেও ಌরাখি উৎসব থামবে না। এমন দিনে রয়েছে একাধিক ভাল যোগ। ২০২২ সা♈লের রাখি উৎসবে পড়ছে হর্ষ যোগ। ফলে রাখির এই তিথিতে যেকোনও শুভ কাজ করতে পারেন। এই হর্ষ যোগ অনিষ্ট রুখতে ও ভাল সময় ধরে রাখার ক্ষেত্রে খুবই শুভ।
যাঁরা মনে করছেন, আজ রাখি উৎসব উদযাপন ফসকে গিয়েছে! তাঁদের জানিয়ে রাখা ভাল যে, রাত পোহালেও রয়েছে রাখি পরানোর শুভ যোগ। ১২ অগাস্ট পূর্ণিমা তিথি থাকবে সকাল ৭.২৬ মিনিট পর্যন্ত। সেই সময়ে রাখি পরানোর শুভ যোগ রয়েছে। তবে জ্যোতিষবিদরা বলছেন, উদয়া তিথিতে পুরো দিন রাখি পরানো খুবই শুভ। ফলে ১২ অগাস্ট গোটা দিনেই রাখি পরানোর তিথি রয়েছে। বহু জ্যোতিষবিদ বলছেন, বহু বছর পর রাখি পরানোর শুভ দিন ২ দিন ধরে পাওয়া গেল। তবে যাঁরা শুভ তিথি মেনে রাখি পরাতে চান, তাঁরা ১২ অগাস্ট সকাল ৭. ২৫ মিনিটের আগে রাখি পরিয়ে নিতে পারেন। বাড়ির দরজায় কি খুব আওয়াজ হয়? লক্ষণ ভাল নয়! অর্থভাগ্য🍃 তুঙ্গে রাখতে বাস্তুটিপ
এদিকে রাখির দিন অর্থাৎ আজ ১১ অগাস্ট রয়েছে শাস্ত্র মতে শুভ যোগ। এমন দিনে হর্ষ যোগের মতো বিরল ঘটনা ঘটছে। এমন দিনে বহু অনিষ্টকে রোখা যায়। ফলে করা যায় শুভ কাজ। যদিও বহু শাস্ত্রজ্ঞের মতে ১১ অগাস্ট রাখি পরানোর দিন হিসাবে বেশি শুভ। প্রসঙ্গত, ১২ অগাস্ট সকাল ৭.১৬ মিনিট বা ৭.২৫ মিনিটেই রাখি প♔রানোর তিথি শেষ হবে। তবে, যেহেতু সকালের সময়ে তিথি শেষ হচ্ছে তাই সারাদিনই তার প্রভাব থাকবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।