শনির সাড়েসাতি ভয় পান সকলেই। শনির সাড়েসাতির ফলে ব্যক্তিকে নানা ধরনের সমস্যায় পড়তে হয়। শনির সাড়েসাতির প্রভাব চলে সাড়ে সাত বছর ধরে। জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেক ব্যক্তিকে জীবনে একবার অন্তত এই সাড়েসাতির মুখোমুখি হতে হয়। শনির সাড়েসাতির ৩টি চরণ হয়। শনির রাশি পরিবর্তনের ফলে কোনও রাশি শনির প্রভাব থেকে মুক্তি পায়, তো কোনও রাশির ওপর শনির সাড়েসাতি পড়ে। শনির রাশি🌸 পরিবর্তনও আড়াই বছরে একবার হয়। সব গ্রহের মধ্যে শনি সবচেয়ে ধীরে চলে। ২০২২ সালের ২৯ এপ্রিল হবে শনির রাশির পরিবর্তন। আসুন জেনে নেই এর ফলে কী কী পরিবর্তন আসবে।
শনির সাড়েসাতির তিনটি চরণ বা পর্ব রয়েছে
প্রথম পর্যায় - প্রথম পর্বে শনির সাড়েসাতি-তে আক্রান্ত𓆏 মানুষকে শারীরিক, মানসিক সমস্যায় পড়তে হয়।
দ্বিতীয় পর্ব- দ্বিতীয় পর্যায়ে আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেনꦺ।
তৃতীয় ধাপ - তৃতীয় পর্য𓆉ায়ে শনি প্রথম দু'টি পর্যায়ে হওয়া ক্ষতিকে পূরণ করে থাকে। এটি ততটা মারাত্মক নয়।
শনির সাড়েসাতি কখন লাগে?
যখন শনি রাশি পরিবর্তন করে তখন তিনটে রাশির ওপর শনির সাড়েসাতি ও দু'টি রাশির ওপর শনির ঢাইয়া লাগে। শনিღ যেই রাশিতে প্রবেশ করে সেই রাশি এবং তার আগের ও🐬 পরের একটি করে রাশির ওপর শনির সাড়েসাতি শুরু হয়।
শনির ঢাইয়া কখন হয়?
শনি আড়াই বছরে একবার রাশি পরিবর্তন করে। সে সময় চতুর্থ বা অষ্টম স্থানে যে রাশি থাকে তার ও🍷পর শনির ঢাইয়া শুরু হয়।
কী কী পরিবর্তন আসতে চলেছে?
১. ২০২২ সালের ২৯ এপ্রিল শনি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করব𓂃ে। আর তার ফলে মীন রাশিতে শুরু হবে শনির সাড়েসাতির প্রথম চরণ।
২. ধনু রাশির👍 জাতকরা মুক্তি পাবেন শনির সাড়েসাতি থেকে
৩. মিথুন আর তুলা রাশির 𝔍জাতকরা মুক্তি পাবেন শনির ঢাইয়া থেকে।
৪. কর্কট ও বৃশ্চিক রাশির 🃏ওপর শুরু হবে শনির ঢাইয়া।