গ্রহদের সেনাপতি মঙ্গলের, নবগ্রহের মধ্যে আলাদা মাহাত্ম্য রয়েছে। মঙ্গলের রাশি পরিবর্তনের ফল সমস্ত রাশির জাতক জাতিকার মধ্যে পড়ে। অন্যদিকে, কর্মফলদাতা শনির প্রভাব সমস্ত রাশির জাতক জাতিকার ওপর পড়তে আরম্ভ করে। তিনি ন্যায় ও কর্মফলের দেবতা হিসাবে বিবেচিত হন। এক একটি রাশিতে আড়াই বছ༺র ধরে থাকেন। ফলে শনির একটি রাশি থেকে অন্য রাশিতে আসতে ৩০ বছর সময় লাগে।
শনি বর্তমানে নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভে বিরাজমান। সেই গ্রহ এবার মঙ্গলের সঙ্গে ষড়াষ্টক যোগ তৈরি করছে। ষড়াষ্টক যোগ কোনও শুভ যোগ বলে বিবেচিত হয় না। তবে এই যোগের ফলে একাধিক রাশির জাতক ಌজাতিকারা লাভের মুখ দেখতে পাবেন। আসন্ন এই যোগে কারা কারা লাভ পাবেন দেখে ন🧔িন।
( Hemant Soren:'এমন ভোট🅰 দেখিনি, পরেও এমন হবে বলে মনে হয়না', কতটা চ্যালেঞ্জের ছিল ঝাড়খণ্ডের ভোট? বললেন হেমন্ত সোরেন)
( Shani 🐠Gochar Lucky Zodiac Signs: কুম্ভ থেকে শনি যাবেন মীনে, কেরিয়ারে তুলকালাম উন্নতি ৩ রাশির! লাকি কারা?)
মেষ
ষড়াষ্টক যোগ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই লাভদায়ক হ✅বে। এই সময় কোনও নতুন যোজনা তৈরি করতে পারেন। ধন বৃদ্ধির যোগ তৈরি হবে। পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে। ব্যবসায় আপনি কোনও নতুন যোজনা তৈরি করতে পারেন। আয়ের নতুন নতুন উৎস তৈরি হবে। সব ক্ষেত্রে সাফল্য পাবেন। কর্মস্থলে অফিসারদের পুরো সমর্থন পাবেন। এর সঙ্গেই জীবনে নানান রকমের খুশি, আনন্দ পাবেন।