জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে সবচেয়ে ক্রুর গ্রহ বলে মনে করা হয়। সকলের কর্মের হিসাব রাখেন কর্মফলদাতা শনিদেব। শনি হলেন, সবচেয়ে ধীর গতিতে চলা একজন দেবতা। এক একটি রাশিতে শনি কার্যত আড়াই বছর থাকেন। ফলে শনির প্রভাব যদি এক একটি রাশিতে ত🧔ৈরি হয়, তাহলে বহু রাশির জাতক জাতিকাদেল কপালে একই💯 রকমের সময় চলতে থাকে।
শনিদেবের একটি রাশিচক্র শেষ হতে প্রায় ৩০ বছর সময় লাগে। আসন্ন সময়ে শনি মীন রাশিতে প্রবেশ করবেন। সেখানে শনিদেব ২,৫,৯ ভাবে ‘চাঁন্দি কি পায়ে' সঙ্গে ন🍬িয়ে প্রবেশ করবেন বলে মত জ্যোতিষশাস্ত্রে। এরফলে কোন কোন রাশি লাভ পাবে দেখা যাক।
কর্কট
দীর্ঘদিন ধরে যদি কোনও সমস্যা হয়ে থাকে, তাহলে তা এই সময় কেটে যাবে। এরসঙ্গেই চাকরিতে জাতক জাতিকারা দারুন লাভ পাবেন। সুখের দিন দেখতে পাবেন চাকরিরতরা।♌ বহু ধরনের পরিশ্রমের ফল এবার আসবে। আপনাক কাজ দেখে কর্মস্থলে আপনাকে বহু ধরনের কাজের দায়িত্ব দেওয়া হবে। বেতন বৃদ্ধি হতে পারে। উচ্চ শিক্ষায় সাহায্য পেতে পারেন। বিদেশ যাওয়ার যোগ আসতে পারে। ব্যবসাতে লাভ পাওয়ার য🥃োগ রয়েছে।
বৃশ্চিক
শনির মীন রাশিতে প্রবেশ আপনার রাশির জাতক জাতিকাকে লাভ দেবে। আত্মমন্থন করে নিজের বহু কিছু জিনিস নিয়ে ভাবনা চিন্তা ক𝐆রতে পারেন। প্রতি ক্ষেত্রে অপার সাফল্য পেতে পারেন। পরিবারে চলে আসা সমস্যা নিয়ে এবার হেনস্তনেস্ত হতে পারে। চাকরিরতদের জন্য এটি খুবই ভালো সময়। পদোন্নতির সঙ্গে সঙ্গে বেতনবৃদ্ধিও হতে পারে। বিদেশযাত্রার স্বপ্ন থাকলে, তা বাস্তব হতে পারে। গাড়ি, সম্পত্তি কেনার পুরো সম্ভাবনা রয়েছে।
কুম্ভ
এই রাশির জাতক জাতিকারা খুব লাভ পেতে পারেন। রুপোর পায়ে শনির চলনের ফলে আসন্ন সময়ে সমৃ🌼দ্ধিতে ভরে উঠবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। যাঁরা চাকরির খোঁজ করছেন, তাঁরা পাবেন সাফল্য। কোনও দীর্ঘদিনের কাজ আটকে থাকলে, তা খুব শিগগির সম্পন্ন হবে। পরিবারের সঙ্গে সময় ভালো কাটবে। চাকরিরতদের জন্য দিনগুলি খুবই ভালো। আকস্মিক ধনলাভের যোগ থাকবে। রোজগারের জন্য খুলে যাবে নতুুন রাস্তা।
কবে এই যোগ রয়েছে:-দৃক পঞ্চাঙ্গ অনুসারে, ২৯ মার্চ, ২০২৫ সাꦛলে রাত ১১ টা ১ মিনিটে শনি মীন রাশিতে প্রবেশ করছেন। সেই সময়ই শনিদেবর এমন ‘চাঁন্দি কি পায়ে’ নামের এক বিশেষ চলন হবে।
(এই প্রতিবেদনের ত🍬থ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্ত🍎ান টাইমস বাংলা। )